রাজস্থান রয়্যালসকে হারিয়ে সঞ্জু স্যামসনদের চাপ বাড়াল হায়দ্রাবাদ
নিজেদের প্লে অফে যাওয়ার সম্ভাবনা কার্যত নেই। খাতায় কলমে অঙ্কের একটি জটিল হিসেবে অবশ্য আশা এখনও বেঁচে রয়েছে কেন উইলিয়ামসনের দলের। ১০ ম্যাচে তাদের পয়েন্ট ৪। এ দিকে রাজস্থান রয়্যালসকে সোমবার হারিয়ে দিয়ে সঞ্জু স্যামসনদের চাপ বাড়াল হায়দরাবাদ। ১০ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে লিগ তালিকার ছয়ে থাকলেও বেশ অস্বস্তিতেই পড়ে গেল রাজস্থান। লিগ তালিকার যা পরিস্থিতি তাতে ৪ থেকে ৭ নম্বর দলের পয়েন্ট সমান। প্রত্যেকেরই ১০ ম্যাচে ৮ পয়েন্ট। রানরেটে দলগুলো এগিয়ে পিছিয়ে রয়েছে। মোদ্দা কথা, লিগ টেবলের অঙ্ক এই মুহূর্তে মারাত্মক জটিল হয়ে রয়েছে।
৫ ম্যাচ পরে আবার জয় পেল কেন উইলিয়ামসনের হায়দরাবাদ। এই নিয়ে আইপিএলের ১০ ম্যাচ খেলে দু’টিতে জিতল তারা। আরও একবার সঞ্জু স্যামসনের লড়াইকে ব্যর্থ করে হারল রাজস্থান। সঞ্জু এ দিন ৫৭ বলে ৮২ রান করেছিল। রাজস্থান করেছিল ১৬৪ রান। কিন্তু শেষ রক্ষা হল না। ৯ বল বাকি থাকতেই এ দিন ৭ উইকেটে ম্যাচ জিতে যায় হায়দরাবাদ। প্রথমে শুরু করেছিলেন জেসন রায়। ওপেন করতে নেমে তিনি ৪২ বলে ৬০ রান করেছিলেন। পরে ৪১ বলে ৫১ রান করে অপরাজিত থাকেন কেন উইলিয়ামসন। পাঁচে নেমে অভিষেক শর্মাও ১৬ বলে অপরাজিত ২১ রান করেন। ১৮.৩ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৬৭ করে হায়দরাবাদ।
১ বল খেলে শূন্য হাতে সাজঘরে ফিরেছেন প্রিয়ম গর্গ। মুস্তাফিজুর রহমানের বলে তাঁর হাতেই ক্যাচ দেন গর্গ। ১৩ ওভারে ৩ উইকেটে ১১৯ রান হায়দরাবাদের।
৪২ বলে ৬০ রান করে আউট হলেন জেসন রয়। চেতন শাকরিয়ার বলে ক্যাচ ধরেন সঞ্জু। ১২ ওভারে ২ উইকেট হারিয়ে ১১৪ রান হায়দরাবাদের।
রাহুল তেওটিয়ার ওভারে মোট ২০ রান নিল হায়দরাবাদ। ৩৯ বলে ৫৯ করে ফেললেন জেসন রায়। এই ওভারে একাই ১৮ রান করেন তিনি ১০০ পার করে ফেলল হায়দরাবাদ। ১১ ওভারে ১ উইকেটে ১১১ রান হায়দরাবাদ। কেন উইলিয়ামসন ১৬ বলে ২৩ রান করে অপরাজিত রয়েছেন।
শুরুটা ভাল করেছিলেন হায়দরাবাদের দুই ওপেনার। ৫ ওভারে ৫৭ রান করে ফেলেছিলেন তাঁরা। কিন্তু ৬ ওভারের প্রথম বলেই ধাক্কা খেল হায়দরাবাদ। ১১ বলে ১৮ রান করে সাজঘরে ফেরেন ঋদ্ধি। লোমরোর বলে সঞ্জু স্যামসন স্টাম্প আউট করেন।
ওপেন করেছেন জেসন রায় এবং ঋদ্ধিমান সাহা। পারবে কি হায়দরাবাদ ১৬৫ রানের লক্ষ্যে পৌঁছতে?
শেষ বলে সিদ্ধার্থ কাউল ২ উইকেট হারিয়ে ৪ রান দিলেন। যে কারণে ১৬৪ রানেই শেষ হয়ে গেল রাজস্থানের ইনিংস। শুরুতেই এভিন লুইসের উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল রাজস্থান। কিন্তু যশস্বী জয়সওয়াল এবং সঞ্জু হাল ধরার চেষ্টা করেন। ২৩ বলে ৩৬ করে আউট হন যশস্বী। এর পর সঞ্জু একাই শক্ত হাতে স্কোরবোর্ডে রান যোগ করতে থাকে। পাঁচে নেমে ২৮ বলে অপরাজিত ২৯ করে মহিপাল লোমরোর পাশে দাঁড়ান সঞ্জুর। সঞ্জু আবার দুরন্ত একটা ইনিংস খেলে ৫৭ বলে ৮২ করেন তিনি। ১৬৪ রানের মধ্যে ৮২ রান একাই করেছেন সঞ্জু। হায়দরাবাদের সামনে ১৬৫ রানের টার্গেট রেখেছে রাজস্থান। যেটা কিন্তু খুব সহজ নয়।
১৪ ওভারে ৩ উইকেট হারিয়ে ১০২ রান রাজস্থানের। সঞ্জু স্যামসন ৩৬ বলে ৩৮ রান করে ফেলেছেন। মহিপাল লোমরোর ১৫ বলে ১৬ করেছেন।
মাত্র ৬ বল খেলে ৪ রান করে আউট হলেন লিয়ম লিভিংস্টোন। রশিদ খানের বলে আব্দুল সামাদ ক্যাচ ধরেন। ১০.১ ওভারে ৭৭ রানে ৩ উইকেট হারাল রাজস্থান। স্বাভাবিক ভাবে চাপে পড়ে গেল তারা।
২৩ বলে ৩৬ রান করে আউট হলেন যশস্বী জয়সওয়াল। তাঁকে ফেরালেন সন্দীপ শর্মা। ৬৭ রানে ২ উইকেট হারাল তারা।
১ উইকেট হারালেও জয়সওয়াল (১৫ বলে ২৩ রান) এবং সঞ্জু (১১ বলে ৮ রান) সেই ধাক্কা সামলে উঠেছে। ৫ ওভারে ৩৭ রান করে ফেলেছে তারা।
দ্বিতীয় ওভারেই বড় ধাক্কা খেল রাজস্থান। ভুবনেশ্বর কুমারের প্রথম বলেই আউট হলেন এভিন লুইস। ৪ বলে ৬ রান করেছিলেন লুইস। দলের ১১ রানের মাথায় প্রথম উইকেট হারাল রাজস্থান।
ওপেন করতে নেমেছেন যশস্বী জয়সওয়াল এবং এভিন লুইস।
টসে জিতে প্রথমে ব্যাট নিল সঞ্জু স্যামসন।
নিজেদের লক্ষ্য ঠিক থাকলে, ফল পাওয়া যাবে, এটাই এখন হায়দরাবাদের পেপটক।