দেশ বিভাগে ফিরে যান

‘দিদিই আসল চ্যাম্পিয়ান’ তৃণমূলে যোগ দিয়ে বললেন লিয়েন্ডার

October 29, 2021 | 2 min read

একুশের ভোটযুদ্ধে বিজেপিকে রুখে দিয়ে বাংলায় তৃতীয়বারের জন্য ক্ষমতায় এসেছে তৃণমূল। আর তারপরেই ‌২০২৪ সালের লোকসভা নির্বাচনের দিকে তাকিয়ে শুরু হয়েছে অন্যান্য রাজ্যের সংগঠন বিস্তার এবং নিজেদের অস্তিত্ব জানান দেওয়ার চেষ্টা। আগামী বছর গোয়ায় বিধানসভা নির্বাচন। তাই সেখানেও কোমর বেঁধে নেমেছে তারা। এবার যেমন গোয়ায় বড় চমক দিল তৃণমূল।

মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে তৃণমূলে যোগ দিলেন ভারতের টেনিস তারকা লিয়েন্ডার পেজ

সাংবাদিক সম্মেলনে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে তৃণমূলে যোগ দিলেন ভারতের টেনিস তারকা লিয়েন্ডার পেজ। নাফিসা আলির পর এখনও যে বড় চমক অপেক্ষা করছে তার ইঙ্গিত মিলেছিল তৃণমূল শীর্ষ নেতৃত্বের বক্তব্যে।

এদিন যোগ দিয়ে পানাজির সাংবাদিক সম্মেলনে লিয়েন্ডার বলেন, দিদিই আসল চ্যাম্পিয়ন। অন্যদিকে, লিয়েন্ডারের অর্ভ্যথনায় তৃণমূল নেত্রী বলেন, ‘লিয়েন্ডার আমার মিষ্টি ছোট ভাই। তৃণমূলে যোগ দেওয়ার জন্য তোমাকে অনেক ধন্যবাদ।’

মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে তৃণমূলে যোগ দিলেন ভারতের টেনিস তারকা লিয়েন্ডার পেজ

সাংবাদিক বৈঠকে কি বললেন লিয়েন্ডার? দেখে নিন 

  • ভারতকে আমরা একটা সবল দেশ হিসেবে দেখতে চাই। তার জন্য যা যা প্রয়োজন করবো আমরা।
  • আমি গোয়ায় থাকি। বাংলায় জন্মেছি। কিন্তু সবার আগে আমি ভারতীয়।
  • আমি ভারতকে প্রকৃতঅর্থে পৃথিবীর বৃহত্তম গণতন্ত্র হিসাবে দেখতে চাই। তার জন্য যা করার দরকার করব।
  • আমাকে কাজ করার সুযোগ দিয়েছেন দিদি। আমি কৃতজ্ঞ।
  • আমি যখন প্রথম টেনিস খেলা শুরু করি তখন আমি ১৪। দিদি তখন দেশের ক্রীড়া মন্ত্রী। উনি আমাদের অনেক সাহায্য করেছেন।
TwitterFacebookWhatsAppEmailShare

#trinamool, #Leander Paes, #Mamata Banerjee

আরো দেখুন