রাজ্য বিভাগে ফিরে যান

শান্তিপুর্ণ উপনির্বাচন অনুষ্ঠিত হল বাংলার চার কেন্দ্রেই

October 30, 2021 | 4 min read

আজ রাজ্যে খড়দহ, শান্তিপুর, গোসাবা, দিনহাটা, এই চার কেন্দ্রে উপনির্বাচন হলো। খড়দহ বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কাজল সিনহা ফল প্রকাশের আগের দিনই প্রয়াত হন। অন্যদিকে, ভোটে জয়লাভ করে ১২ মে বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছিলেন বিজেপির দুই সাংসদ জগন্নাথ সরকার ও নিশীথ প্রামাণিক। তাঁদের কেন্দ্র শান্তিপুর ও দিনহাটা আসনে বিধায়ক পদটি শূন্য। গোসাবার তৃণমূল বিধায়ক জয়ন্ত নস্করের মৃত্যু হয় গত ১৯ জুন। এই চার কেন্দ্রেই উপনির্বাচন হচ্ছে। কড়া নিরাপত্তার ঘেরাটোপে, নির্দিষ্ট কোভিডবিধি মেনে ভোটের আয়োজন করা হয়েছে এই চার কেন্দ্রে। নির্দিষ্ট সময়ের মধ্যে চার কেন্দ্রেই জোরকদমে প্রচার চালিয়েছে রাজনৈতিক দলগুলি।

আজ সারা দিন কিছু বিক্ষিপ্ত বাদানুবাদ ছাড়া মোটামুটি শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে চারটি কেন্দ্রেই। কোনোরকম গন্ডগোলের খবর বা ইভিএম খারাপের জন্য নির্বাচন স্থগিতের মত ঘটনা ঘটেনি।

লাইভ আপডেট

১৮.০০: দুপুর ৫টা পর্যন্ত চার কেন্দ্রে ৭০.১৮% ভোটদান

১৫.৫৬ সাংবাদিক সম্মেলন করছেন পার্থ চট্টোপাধ্যায়

১৫.৪২: ভোট দিতে যাচ্ছেন গোসাবার প্রয়াত বিধায়ক জয়ন্ত নস্করের স্ত্রী অনিতা নস্কর

১৫.৩০: দুপুর ৩টে পর্যন্ত চার কেন্দ্রে ৬১.০৩% ভোটদান

১৪.০৪ গোসাবা কেন্দ্রের বিজেপির নির্বাচনী ক্যাম্পগুলিতে নেই কর্মীরা

১৩.৫৫ কেন্দ্রীয় সরকারের দেওয়া সশস্ত্র নিরাপত্তা রক্ষীদের নিয়ে ভোটের লাইনে দাঁড়িয়েছেন নিশীথ প্রামাণিক। যা নির্বাচন বিধির বাইরে। এই অভিযোগ করলেন উদয়ন গুহ। এই বিষয়ে তিনি নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করবেন বলে দাবি করলেন।

১৩.১৫: আগ্নেয়াস্ত্রধারী নিরাপত্তারক্ষীদের সঙ্গে নিয়ে বুথের ভেতর ভোট দিতে ঢুকলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক

১৩.০০ দুপুর ১টা পর্যন্ত চার কেন্দ্রে ৪৬.১৮% ভোটদান

১২.৩৮: গোসাবায় তৃণমূলের ক্যাম্পে মানুষের ভিড়

১২.৩৪: খড়দহ থেকে ঠিক কি বললেন তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়ের ইলেকশন এজেন্ট সুভাষ চক্রবর্ত্তী? শুনে নিন

১২.১৪: ভোট দিলেন প্রয়াত তৃণমূল নেতা কাজল সিন্‌হার স্ত্রী নন্দিতা সিন্‌হা।

১১.৪০: বাবা-মা কে সাথে নিয়ে ভোট কেন্দ্রে ভোট দিতে এলেন শান্তিপুর বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী ব্রজকিশোর গোস্বামী

১১.০৬: খড়দহের ৪৯ নম্বর বুথে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগ তৃণমূলের

১০.৪১: কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ খড়দহে। তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়কে বাধা দেওয়ার অভিযোগ।

১০.৪০: কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ শান্তিপুরে

১০:৩০: রানিরহাটে ফের বিক্ষোভের মুখে দিনহাটার বিজেপি প্রার্থী অশোক মণ্ডল। ভোটারদের প্রভাবিত করার অভিযোগ তাঁর বিরুদ্ধে

১০.২৫: ভেটাগুড়ির চৌপথি উচ্চ বিদ্যালয়ের ২৩৫ নম্বর বুথ ঘুরে দেখলেন উদয়ন গুহ। এই বুথের ভোটার কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক।

১০.১২:

১০.১০:

১০.০০: দিনহাটা কেন্দ্রে উপনির্বাচনে বিজেপির কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের এলাকা ভেটাগুড়িতে নিজের বুথেই পোলিং এজেন্ট দিতে পারল না বিজেপি।

৯.৪৯: ভোট দিলেন দিনহাটার তৃণমূল প্রার্থী উদয়ন গুহ

৯.৪৬: পশ্চিমবঙ্গ বিধানসভা উপনির্বাচনের সকাল ৯টা পর্যন্ত ভোটের হার: দিনহাটা-১১.১২%, শান্তিপুর-১৫.৪০%, খড়দহ-১১.৪০% এবং গোসাবা (এসসি )-১০.৩৭%

৯.১৭: দিনহাটার ৯০ নম্বর বুথে হৃদরোগে আক্রান্ত প্রিসাইডিং অফিসার

৯.০১: শান্তিপুর ১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূলের ক্যাম্প

৮.৫৪: খড়দহে ভোটারদের বুথে ঢুকতে বাধা দিচ্ছে আধা সামরিক বাহিনী, অভিযোগ তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়ের

৮.৪৬: শান্তিপুরের ১৭ এ ও ২৩৭ নম্বর বুথে ইভিএম মেশিন খারাপ থাকায় ভোটগ্রহণ বন্ধ রাখা হয়েছে

৮.৪২: দিনহাটায় কড়া নিরাপত্তায় চলছে ভোটগ্রহণ পর্ব

৮.১৩: খড়দহে বিজেপি প্রাথী জয় সাহার বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ। কোভিড প্রোটোকল মানছেন না বিজেপি প্রার্থী, অভিযোগ তৃণমূলের।

৮.০৫: দিনহাটা উচ্চ বিদ্যালয়ে ভোটারদের সঙ্গে বচসায় জড়ালেন বিজেপি প্রার্থী অশোক মন্ডল। বুথে গিয়ে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ তার বিরুদ্ধে।

৭.৫২:

একনজরে গোসাবা

মোট ভোটার ২,৩০,১২৭
বুথ: ৩৩০টি
বাহিনী: ২৩ কোম্পানি

৭.৫১:

একনজরে খড়দহ

মোট ভোটার: ২,৩২,৩৯৩
বুথ: ৩৩৫টি
বাহিনী: ২০ কোম্পানি

৭.৫০:

একনজরে শান্তিপুর

মোট ভোটার: ২,৫৫,৩৩৪
বুথ: ৩৫৭ টি
বাহিনী: ২২ কোম্পানি

৭.৪৯:

একনজরে দিনহাটা

মোট ভোটার: ২,৯৮,৯১২
বুথ: ৪১৭টি
বাহিনী: ২৭ কোম্পানি

৭.৪০: দিনহাটার বিজেপি প্রার্থী অশোক মন্ডল নির্বাচন বিধিভঙ্গ করছেন, ভয়ের বাতাবরণ তৈরী করছেন, অভিযোগ তৃণমূলের

৭.৩৭: শান্তিপুর বিধানসভার বেলঘড়িয়া ১ নং অঞ্চলে ২৬১ নম্বর বুথে বিজেপির ক্যাম্প সম্পূর্ণ ফাঁকা

৭.৩২: খড়দহতে ৯টি ইভিএম খারাপের অভিযোগ করলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী শোভনদেব চ্যাটার্জি

৭.২২: গোসাবায় নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ বিজেপির বিরুদ্ধে, গতকাল রাতে লিফলেট বিলি করছিল বিজেপি কর্মীরা, অভিযোগ তৃণমূলের

৭.১০: কড়া নিরাপত্তার মধ্যে খড়দহ, শান্তিপুর, গোসাবা ও দিনহাটা কেন্দ্রের বুথগুলিতে শুরু হল উপনির্বাচনের ভোটগ্রহণ

TwitterFacebookWhatsAppEmailShare

#Shantipur, #live update, #dinhata, #Gosaba, #By Election, #Khardaha, #West Bengal

আরো দেখুন