দেশ বিভাগে ফিরে যান

সংখ্যালঘুদের ওপর নির্যাতন – ত্রিপুরা সরকারের কাছে রিপোর্ট চাইল মানবাধিকার কমিশন

November 3, 2021 | < 1 min read

ত্রিপুরায় সংখ্যালঘুদের ওপর অত্যাচারের ঘটনার বিবৃতি চেয়ে রাজ্যের মুখ্যসচিব এবং ডিজিকে চার সপ্তাহের মধ্যে রিপোর্ট পেশ করার নির্দেশ দিল জাতীয় মানবাধিকার কমিশন। ঘটনায় সরকারের পক্ষ থেকে কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে সে কথাও জানাতে হবে রিপোর্টে। মানবাধিকার কমিশনের নির্দেশিকাটি টুইট করেছেন তৃণমূল নেতা তথা আরটিআই কর্মী সাকেত গোখলে।

মূলত গত সপ্তাহে করা তাঁর অভিযোগের ভিত্তিতেই এক সপ্তাহ পরে পদক্ষেপ গ্রহণ করেছে জাতীয় মানবাধিকার কমিশন।

উল্লেখ্য, দুর্গাপুজোর সময় কুমিল্লার ঘটনার জের এসে পড়ে ত্রিপুরায়। কয়েকদিন আগেই ত্রিপুরার বেশ কিছু এলাকায় পরিবেশ উত্তাল হয়ে ওঠে। এর পর গত বুধবার ১৪৪ ধারা জারি করা হয়। বিশ্ব হিন্দু পরিষদ বাংলাদেশে হিন্দুদের বিরুদ্ধে হিংসার প্রতিবাদে একটি সমাবেশের আয়োজন করে। দাবি করা হয়, মসজিদে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয় সেদিন। তবে পুলিশ এটাকে নিছক গুজব বলে দাবি করেছে। স্থানীয় লোকজনের দাবি, গত সপ্তাহের মঙ্গলবার সন্ধ্যায় উত্তর ত্রিপুরার চামটিলা এলাকায় অজ্ঞাত কয়েকজন লোক মসজিদ ও দোকান ভাঙচুর করে।

আর এই ঘটনার প্রতিবাদেই মানবাধিকার কমিশনে অভিযোগ দায়ের করেছিলেন সাকেত।

TwitterFacebookWhatsAppEmailShare

#tripura, #Biplab Kumar Deb, #National Human Rights Commission

আরো দেখুন