কলকাতা বিভাগে ফিরে যান

টিকার ট্রায়ালে অংশ নেওয়া স্বেচ্ছাসেবকরাই পাননি সার্টিফিকেট, মামলা কলকাতা হাইকোর্টে

November 9, 2021 | < 1 min read

যাঁরা যাঁরা টিকা নিয়েছেন, তাঁরা সবাই সার্টিফিকেট পেয়ে গিয়েছেন। অথচ যাঁরা এগিয়ে এসে টিকার ট্রায়ালে অংশ নিয়েছিলেন, সেই স্বেচ্ছাসেবকরাই কোনওরকম কোনও সার্টিফিকেট পাননি। কেন তাঁরা বঞ্চিত হলেন? কবে তাঁদের সার্টিফিকেট দেওয়া হবে? এই প্রশ্ন তুলে কলকাতা হাইকোর্টে দায়ের হল জনস্বার্থ মামলা। মামলাটি করেছেন শুভ্রজ্যোতি ভৌমিক নামে কলকাতার এক বেসরকারি হাসপাতালের চিকিৎসক। তাঁর অভিযোগ, স্পুটনিক ভ্যাকসিনের পরীক্ষামূলক গবেষণায় অংশগ্রহণ করেও সরকারি অনুমোদিত সার্টিফিকেট না পাওয়ায় নানা সমস্যায় পড়তে হচ্ছে ট্রায়ালে অংশ নেওয়া ব্যক্তিদের।

করোনার টিকাকরণ নিয়ে দেশজুড়ে তত্পরতার মধ্যেই স্পুটনিক ভ্যাকসিনের ট্রায়ালের সার্টিফিকেট নিয়ে দেখা দিয়েছে সমস্যা। রাশিয়ার তৈরি করোনা টিকা স্পুটনিক। ২০২০-র ডিসেম্বর থেকে চলতি বছরের জুলাই মাস পর্যন্ত স্পুটনিক ভ্যাকসিনের পরীক্ষামূলক টিকাকরণ চলে ভারতে। পরীক্ষায় সফল হওয়ার পরই সাধারণের জন্য স্পুটনিক ভ্যাকসিন প্রয়োগে ছাড়পত্র দেয় আইসিএমআর। কোভিশিল্ড, কোভ্যাক্সিনের মতো স্পুটনিকের ক্ষেত্রেও ভ্যাকসিনেরও নির্দিষ্ট ডোজ নেওয়ার পর কেন্দ্রীয় সরকারের কো-উইন অ্যাপ থেকে টিকা গ্রহণকারী ব্যক্তিদের সার্টিফিকেট দেওয়া হয়েছে।

কিন্তু অভিযোগ, যাঁরা স্পুটনিকের ট্রায়ালে অংশ নিয়েছিলেন, তাঁদেরই সার্টিফিকেট দেওয়া হয়নি। এরফলে একাধিক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে ওই ব্যক্তিদের। জানা গিয়েছে, কলকাতায় যে ৫০ জন পরীক্ষামূলক স্পুটনিকা টিকা নিয়েছিলেন, তাঁদের কেউ-ই সার্টিফিকেট পাননি। এ নিয়েই মঙ্গলবার জনস্বার্থ মামলা দায়ের হল উচ্চ আদালতে।

TwitterFacebookWhatsAppEmailShare

#calcutta high court, #covid vaccine, #Vaccine Trial, #Sputnik V, #vaccine certificate

আরো দেখুন