দেশ বিভাগে ফিরে যান

তৃণমূলের অভিযোগে মান্যতা, পুরভোটের আগে সুপ্রিম কোর্টে মুখ পুড়ল বিপ্লব দেবের

November 11, 2021 | < 1 min read

২৫ নভেম্বর পুরভোটের আগে ত্রিপুরায় অস্বস্তি বাড়ল বিপ্লব দেব প্রশাসনের। তৃণমূলের করা আবেদনের প্রেক্ষিতে এদিন সুপ্রিম কোর্টের বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় ত্রিপুরার পুলিশ প্রশাসনকে নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে করার নির্দেশ দিয়েছেন। সুপ্রিম কোর্টের আরও নির্দেশ কোনও রাজনৈতিক দলকে শান্তিপূর্ণ প্রচারে বাধা দেওয়া যাবে না। প্রশাসনকে সকলের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। ত্রিপুরার ডিজিপি এবং স্বরাষ্ট্র সচিবকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের। ২ সপ্তাহ পর ফের শুনানি। এদিনের এই রায়কে স্বাগত জানিয়েছেন, ত্রিপুরায় তৃণমূলের দায়িত্বপ্রাপ্ত নেত্রী সুস্মিতা দেব।

তৃণমূল নেত্রী সুস্মিতা দেব টুইট করে লিখেছেন, ‘সুপ্রিম কোর্টকে ধন্যবাদ ত্রিপুরায় নির্বাচন যাতে হয় সেই বিষয়টি নিশ্চিত করার জন্যে। ত্রিপুরা পুলিশের অনাচার ও আত্মতুষ্টি গণতন্ত্রকে উপহাসে পরিণত করেছে। এটি লজ্জাজনক যে বিপ্লব দেব এমন একটি রাজ্যের নেতৃত্ব দিচ্ছেন যেখানে পুলিশকে তার দায়িত্ব স্মরণ করিয়ে দিতে হয়।’

TwitterFacebookWhatsAppEmailShare

#tripura, #bjp, #supreme court, #tmc, #Biplab Kumar Deb

আরো দেখুন