দেশ বিভাগে ফিরে যান

‘মানুষ ভোট দিতে পারলেই আগরতলায় জিতবে তৃণমূল’ আত্মবিশ্বাসী সুস্মিতা

November 24, 2021 | 2 min read

আর ২৪ ঘন্টাও বাকি নেই। রাত পোহালেই বৃহস্পতিবার ত্রিপুরার পুরভোট। যদিও আগামীকাল বিপ্লব গড়ের সবকটি পুরসভাতেই ভোট, তবে সব নজর গিয়ে পড়েছে আগরতলার ভোটের দিকে। কারণ সেখানেই তৈরি হয়েছে তৃণমূল-বিজেপি সংঘাত। বিজেপির হাতে আক্রান্ত হলেও ভোটের ২৪ ঘণ্টা আগেও তৃণমূল হুঁশিয়ারি দিচ্ছে, এক ইঞ্চি জমি ছাড়া হবে না তাদের। এবার একান্ত সাক্ষাৎকারে তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব একগুচ্ছ অভিযোগ তুললেন আগামীকালের ভোট নিয়ে।

সুস্মিতার অভিযোগ, ‘বিজেপি সমস্ত বুথ দখল করে নেবে। বুথে কোনও ভিভিপ্যাট নেই। মানুষ ভয় পাচ্ছে। নির্বাচন কমিশন এখনও কোনও উগ্যোগ নিচ্ছে না। ভয় পেলে মানুষ ভোট দিতে যাবে কীভাবে?’ যদিও আশা ছাড়ছেন না সুস্মিতারা। তাঁর দাবি, ‘সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভোট হলে তৃণমূল জিতবেই।’ কিন্তু আদালতের নির্দেশের পর কি শান্তিপূর্ণ ভোট হতে পারে? সুস্মিতার জবাব, ‘পুলিশ তো দলদাস এখানে। পুলিশের কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। এমনকী সুপ্রিম কোর্টের নির্দেশের পরও আমাদের প্রার্থীদের খুন করার চেষ্টা হয়েছে। ভোটাররাও সুরক্ষিত নন। তাঁরা আশঙ্কায় রয়েছেন। আদালত নির্দেশ দিলেও পরিস্থিতি তো রাজ্য প্রশাসনকে দেখতে হয়। বিজেপি বিধায়ক সুদীপ রায় বর্মনের কথাতেই স্পষ্ট ত্রিপুরার পরিস্থিতি।’

আসামের কন্যা বর্তমানে ত্রিপুরা বিজয়কেই মূল লক্ষ্য করেছেন। তিনি বলেন, ‘আমরা আশা করছি মানুষ ভোট দিতে পারবে। ভোট দিতে পারলে তৃণমূলই জিতবে। কিন্তু নির্বাচন কমিশন এখনও ভিভিপ্যাট ও সিসিটিভি ক্যামেরা নেই। তাই বুথ দখল হলেও প্রকাশ্যে কিছু আসবে না।’ এদিকে, অশান্তির জন্য বিজেপি তৃণমূলকে দায়ী করলেও সুস্মিতার জবাব, ‘একটা জায়গা দেখান, যেখানে বিজেপির একটা ফ্ল্যাগ পর্যন্ত ছেড়া হয়েছে। কিন্তু আমাদের ক্ষেত্রে দেখুন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়ি ভাঙা হয়েছে। অথচ ত্রিপুরা সরকারের গাড়ি আমাদের পতাকা ছিড়ে দিচ্ছে। জাতীয় মানবাধিকার কমিশন বাংলা নিয়ে রিপোর্ট দিয়েছন, ত্রিপুরা নিয়ে চুপ কেন?’ যদিও সুস্মিতা জোরের সঙ্গে দাবি করেছেন, ‘মানুষ ভোট দিলে আমরা জিতছিই।’

TwitterFacebookWhatsAppEmailShare

#Municipal Election, #tripura, #tmc, #Sushmita Dev

আরো দেখুন