দেশ বিভাগে ফিরে যান

এমএসপি আদায়ে আগামী সোমবার সংসদে ট্র্যাক্টর অভিযানের ডাক কৃষকদের

November 24, 2021 | < 1 min read

শুক্রবারই তিনটি কৃষি আইন প্রত্যাহারের ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। কিন্তু কৃষকরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যতক্ষণ পর্যন্ত সংসদে আইনি পথে এই আইন প্রত্যাহার না হচ্ছে, ততক্ষণ তাঁদের আন্দোলন চলবে।

এই প্রসঙ্গে বুধবার ভারতীয় কিষান ইউনিয়ন (বিকেইউ) নেতা রাকেশ টিকায়েত বলেন, ‘আইন প্রত্যাহারের পাশাপাশি ফসলের জন্য ন্যূনতম সহায়ক মূল্য (এমএসপি) নিয়ে সংবিধিবদ্ধ আশ্বাস পেতে সরকারের উপর চাপ দিতে হবে’।

এজন্য ট্রাক্টর মার্চের অংশ হিসাবে ৬০ টি ট্রাক্টর রাজধানীতে সংসদের দিকে যাবে। টিকায়েত বলেন, ‘২৯শে নভেম্বর, ৬০টি ট্রাক্টর পদযাত্রার জন্য সংসদে যাবে। যে রাস্তা সরকার খুলে দিয়েছে সেখান দিয়েই ট্রাক্টর যাবে’।

সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই এই আন্দোলন হবে বলে জানিয়েছেন টিকায়েত। তাঁর কথায়, ‘আমাদের বিরুদ্ধে রাস্তা অবরোধ করার অভিযোগ আনা হয়েছে। তবে আমরা রাস্তা অবরোধ করিনি। অবরোধ করছি কিন্তু রাস্তা আটকানো আমাদের আন্দোলন নয়। আন্দোলন সরকারের সঙ্গে কথা বলার স্বার্থে। আমরা সরাসরি সংসদে যাব’।

TwitterFacebookWhatsAppEmailShare

#msp, #Farmers Movement, #Tractors Rally, #Rakesh Tikait, #Parliament

আরো দেখুন