দেশ বিভাগে ফিরে যান

শিল্পপতিদের নতুন ডেস্টিনেশন হবে বাংলা, আজ মুম্বইয়ে বার্তা দেবেন মমতা

December 1, 2021 | 2 min read

বাংলায় শিল্পবান্ধব পরিবেশ রয়েছে। সরকার সবসময় পাশে আছে। বিনিয়োগকারী, উদ্বোগপতিদের স্বাগত। এই বার্তা তুলে ধরা হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে। বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের আগে উদ্যোগপতিদের বাংলায় আসার আহ্বান জানিয়ে দেশের বাণিজ্য নগরীতে পা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সন্ধ্যায় মুখ্যমন্ত্রী পৌঁছে যান মুম্বই। বুধবার তরুণ উদ্যোগপতিদের সঙ্গে মিলিত হবেন মুখ্যমন্ত্রী। এই সফরে শারদ পাওয়ারের মতো বিজেপি বিরোধী রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গেও বৈঠক করবেন তিনি। এদিন রাতেই মুম্বই পৌঁছে যান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

এদিন দুপুরে কলকাতা থেকে মুম্বইয়ের উদ্দেশ্যে রওনা দেন মুখ্যমন্ত্রী। সন্ধ্যায় মুম্বই পৌঁছে মুখ্যমন্ত্রী যান সিদ্ধি বিনায়ক মন্দিরে। সেখানে পুজো দেন। তারপর যান পুলিস মেমোরিয়াল হলে। ২৬/১১ জঙ্গি হামলার ঘটনায় শহিদ পুলিস কর্মী তুকারাম ওম্বলের প্রতি শ্রদ্ধাঞ্জলী জ্ঞাপন করেন তিনি।

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে অসুস্থ। চিকিৎসকদের পরামর্শে রয়েছেন তিনি। সংক্রমণ রুখতে চিকিৎসকদের একাধিক নির্দেশিকা রয়েছে। উদ্ধব ঠাকরে দ্রুত সুস্থ হয়ে উঠুন, সেই প্রার্থনা সিদ্ধি বিনায়কের কাছে করেছেন মমতা। গণপতি বাপ্পার কাছে আশীর্বাদ চেয়েছেন। উদ্ধব ঠাকরে অসুস্থ থাকায় তাঁর সঙ্গে আর দেখা করতে যাননি মমতা। উদ্ধবের ছেলে মহারাষ্ট্র মন্ত্রিসভার অন্যতম সদস্য আদিত্য এবং শিবসেনা মুখপাত্র সঞ্জয় রাউত নারিম্যান পয়েন্টের যে হোটেলে মমতা উঠেছেন, সেখানে এসে দেখা করেন। রাজনৈতিক মহল মনে করছে, বিজেপি বিরোধী জোট নিয়ে দু’পক্ষের মধ্যে আলোচনা হয়েছে। বুধবার এনসিপি প্রধান শারদ পাওয়ার সঙ্গে বৈঠক করবেন মমতা। সেখানেও বিজেপি বিরোধী জোটকে আরও শক্তিশালী করার লক্ষ্যে আলোচনা হবে বলেই মনে করা হচ্ছে। গুরুত্বপূর্ণ হল, মুম্বইয়ের সুশীল সমাজের সঙ্গে মিলিত হবেন মমতা। দেশের বর্তমান পরিস্থিতি সুশীল সমাজের প্রতিনিধিদের কাছে তুলে ধরবেন তিনি। জাভেদ আখতার, সুধীন্দ্র কুলকার্নিরা সুশীল সমাজের সঙ্গে মমতার মিলিত হওয়ার লক্ষ্যে একটি অনুষ্ঠানের আয়োজন করেছেন।

তবে দেশের বাণিজ্য নগরীতে মমতার সফরের পিছনে মূল কারণ শিল্পপতিদের সঙ্গে মিলিত হওয়া। আগামী এপ্রিল মাসের ২০-২১ তারিখে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন অনুষ্ঠিত হবে। এই অনুষ্ঠানে আসার জন্য শিল্পপতিদের কাছে আমন্ত্রণ জানাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার শিল্পপতিদের সঙ্গে বৈঠকে বাংলার শিল্পবান্ধব পরিবেশের কথা মমতা তুলে ধরবেন বলেই খবর। যেকারণে কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেন, বাংলাই হল শিল্প ও বিনিয়োগের গন্তব্যস্থল।

উন্নয়নের নিরিখে বাংলা কীভাবে দেশের মানচিত্রে শ্রেষ্ঠত্বের জায়গা করে নিয়েছে, তার তথ্য মুখ্যমন্ত্রী তুলে ধরতে পারেন। ফলে উদ্যোগপতিরা বাংলায় এসে বিনিয়োগ করুন, এটাই সরকারের আহ্বান। এই সফরে বলিউড বাদশা তথা বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডর শাহরুখ খানের সঙ্গে মুখ্যমন্ত্রীর সাক্ষাতের সম্ভাবনা নেই। মমতা বলেছেন, সিনেমা নিয়ে ব্যস্ত রয়েছেন শাহরুখ খান। তাই তাঁকে বিরক্ত করতে চাই না।

তবে কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে আসার আমন্ত্রণ জানানো হয়েছে অমিতাভ বচ্চন, শাহরুখ, আমির, সলমন খান এবং মহেশ ভাট সহ চলচ্চিত্র জগতের খ্যাতনামাদের।

TwitterFacebookWhatsAppEmailShare

#Mamata Banerjee, #Mumbai

আরো দেখুন