রাজ্য বিভাগে ফিরে যান

কল্যাণীতে তৈরি হতে চলেছে রিসার্চ ইনকিউবেশন সেন্টার

December 5, 2021 | < 1 min read

(ছবি সংগৃহীত)

কল্যাণীতে (Kalyani) তৈরি হতে চলেছে রিসার্চ ইনকিউবেশন সেন্টার (research incubation center)। স্টার্টআপ কোম্পানিগুলিকে প্রযুক্তিগত সাহায্য করার জন্য সরকারের এই উদ্যোগ। সহযোগিতা করবেন এই কেন্দ্রের অধ্যাপক, বিজ্ঞানী, গবেষকরা। মোহনপুরে অবস্থিত ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ (আইআইএসইআর), কলকাতার উদ্যোগে এই কেন্দ্র গড়ে তোলা হচ্ছে তাদের নিজস্ব ক্যাম্পাসে। এজন্য কেন্দ্রীয় সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের পক্ষ থেকে প্রায় ১২ কোটি টাকা মঞ্জুর করা হয়েছে। ইতিমধ্যেই এই কেন্দ্র তৈরির জন্য কুড়ি হাজার বর্গফুটের একটি জায়গা বেছে নেওয়া হয়েছে। জানা গিয়েছে, দ্রুত এই কমপ্লেক্স তৈরির কাজ সম্পূর্ণ হয়ে যাবে। ইতিমধ্যেই কয়েকটি স্টার্টআপ বা নতুন কোম্পানি এসে গিয়েছে এই কেন্দ্রে।

ওই শিক্ষাকেন্দ্রের অধিকর্তা অধ্যাপক সৌরভ পাল বলেন, এই রিসার্চ ইনকিউবেশন সেন্টার-এ স্টার্টআপ কোম্পানিগুলিকে আমন্ত্রণ জানানো হবে। আইআইএসইআর-এর উদ্যোগে এবং বিজ্ঞানীদের সহযোগিতায় রিসার্চ ইনকিউবেশন সেন্টারে আগত স্টার্টআপ কোম্পানিগুলিকে গবেষণা বা প্রযুক্তিগত কাজে সহায়তা করা হবে। এতে ওই কোম্পানিগুলি সরাসরি বিজ্ঞানীদের থেকে নানা ধরনের পরামর্শ এবং উৎসাহ পাবেন। ফলে অনেকটাই সুবিধা হবে তাদের। অন্যদিকে, ওই সেন্টারের দায়িত্বপ্রাপ্ত অধ্যাপক অয়ন বন্দ্যোপাধ্যায় বলেন, আগামী দিনে বিসিকেভি, এইমসের মতো প্রতিষ্ঠানগুলির সহযোগিতা নিয়ে কৃষি বা স্বাস্থ্য সম্পর্কিত নতুন কিছু গড়ে তোলার পরিকল্পনা আছে আমাদের। এজন্য বিভিন্ন যন্ত্রপাতি কেনা হবে। মূলত উদ্যোগীদের কাজে সহযোগিতা করাই এই সেন্টারের লক্ষ্য। কল্যাণীতে পরবর্তীকালে স্টার্টআপ কোম্পানিগুলির হাব তৈরি হলে সেখানে বহু কর্মসংস্থান হতে পারে।

TwitterFacebookWhatsAppEmailShare

#kalyani, #research incubation center

আরো দেখুন