দেশ বিভাগে ফিরে যান

আটদিনের লড়াই শেষ, প্রয়াত গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিং

December 15, 2021 | < 1 min read

মৃত্যুর সঙ্গে লড়তে লড়তে হেরে গেলেন গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিং (Group Captain Varun Singh)৷ বুধবার দুপুরে তাঁর মৃত্যু সংবাদ প্রকাশ্যে আসে৷ ৮ ডিসেম্বর কুন্নুরের কপ্টার দুর্ঘটনায় (Coonoor Chopper Crash) গুরুতর জখম হন তিনি৷ শরীরের ৮০ শতাংশ ঝলসে গিয়েছিল৷ সে দিনের দুর্ঘটনায় তিনিই ছিলেন একমাত্র জীবিত৷ সিডিএস বিপিন রাওয়াত (CDS Bipin Rawat), তাঁর স্ত্রী মধুলিকা-সহ মোট ১৩ জন ওই চপার দুর্ঘটনাতেই মারা যান৷

এদিন দুপুর ১২টা ৪০ মিনিট নাগাদ বায়ুসেনার তরফে টুইট করে দুঃসংবাদটি দেওয়া হয়৷ টুইটে বায়ুসেনা জানায়, অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিংয়ের মৃত্যু হয়েছে৷ ৮ ডিসেম্বর হেলিকপ্টার দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছিলেন তিনি৷ আজ সকালে তাঁর মৃত্যু হয়৷ বরুণ সিংয়ের মৃত্যুতে বায়ুসেনা গভীর শোকাহত৷ তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানানো হল৷

পার দুর্ঘটনার পর ওয়েলিংটনের সেনা হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল বরুণ সিংকে৷ আরও ভালো চিকিৎসার জন্য পরেরদিন ৯ ডিসেম্বর তাঁকে এয়ারলিফ্ট করে নিয়ে যাওয়া হয় বেঙ্গালুরুর কমান্ড হাসপাতালে৷ হাসপাতাল সূত্রে বারবার বলা যাচ্ছিল, বিপদ না কাটলেও বরুণের অবস্থা স্থিতিশীল৷ তাঁর আরোগ্য কামনায় প্রার্থনা করছিল গোটা দেশ৷ জীবনযুদ্ধে জিতে ছেলে আবার ঘরে ফিরে আসবে বলে জানিয়েছিলেন বাবা কর্নেল (অবসরপ্রাপ্ত) কে পি সিং৷ তাঁর কথায়, আমার ফাইটার ছেলে ঠিক ফিরে আসবে৷ কিন্তু চিকিৎসকদের সমস্ত চেষ্টা ব্যর্থ করে চলে গেলেন বরুণ৷ তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

TwitterFacebookWhatsAppEmailShare

#chopper crash, #Varun Singh

আরো দেখুন