রাজ্য বিভাগে ফিরে যান

পরিবহণ শ্রমিকদের পারিবারিক পেনশন এক হাজার করার সিদ্ধান্ত রাজ্য সরকারের

December 15, 2021 | 2 min read

শ্রমদপ্তরের কাছে নথিভুক্ত বেসরকারি ক্ষেত্রের পরিবহণ শ্রমিকদের জন্য সুখবর। এই শ্রমিকদের পারিবারিক পেনশন ৭৫০ থেকে বাড়িয়ে ১০০০ টাকা করার সিদ্ধান্ত নিয়েছে দপ্তর। মঙ্গলবার পরিবহণ শ্রমিকদের সামাজিক সুরক্ষা বিষয়ক বোর্ডের বৈঠকে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন শ্রমমন্ত্রী বেচারাম মান্না। দলমত নির্বিশেষে বৈঠকে উপস্থিত বিভিন্ন শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা সরকারের এই পদক্ষেপকে স্বাগত জানান।

এদিনের বৈঠকে আরও ঠিক হয়েছে, এখন থেকে ফি বছর পরিবহণ শ্রমিকদের সদস্যপদ রিনিউ করার ঝক্কি নিতে হবে না। তিন বছর অন্তর তা করলেই চলবে। সদস্যপদ রিনিউ বা অন্যান্য সামাজিক সুরক্ষাজনিত সুবিধা পাওয়ার জন্য তাঁদের আবেদন যাচাইয়ের দায়িত্বে এতদিন ছিলেন সহকারি লেবার কমিশনার পদমর্যাদার অফিসাররা। এই পদের অফিসার সংখ্যা তুলনায় কম হওয়ায় এবার থেকে শ্রমিকদের সুবিধার জন্য জেলাওয়ারি ইনসপেক্টর পদের আধিকারিকরা এই দায়িত্ব থাকবেন বলে এদিন সিদ্ধান্ত হয়েছে। রাজ্যের লক্ষাধিক টোটোচালককে যাতে শ্রমদপ্তরের নথিতে পরিবহণ শ্রমিকের মর্যাদাভুক্ত করা যায়, সে ব্যাপারে সিটু প্রতিনিধি আসাদুল্লা গায়েনের দেওয়া প্রস্তাবে বাকি ট্রেড ইউনিয়ন নেতারাও সম্মত হন। তার পরিপ্রেক্ষিতে বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনার আশ্বাস দেন মন্ত্রী। এদিন পরিবহণ ছাড়াও নির্মাণ ও অন্যান্য অসংগঠিত শ্রমিকদের সামাজিক সুরক্ষা সংক্রান্ত দু’টি বোর্ডেরও বৈঠক অনুষ্ঠিত হয় মন্ত্রীর উপস্থিতিতে। তিনটি বৈঠকেই শ্রমিক নেতারা কার্যত অচল হয়ে থাকা রাজ্য সরকারের বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনার পোর্টাল দ্রুত সচল করার দাবি তোলেন। বৈঠকে হাজির অফিসাররা এদিন কথা দেন, আগামী বছরের জানুয়ারি মাসের মধ্যেই সেটি পুরোদমে সচল করা সম্ভব হবে। শ্রমিক নেতারা এদিন বিভিন্ন বোর্ডের অন্তর্গত সদস্যদের পেনশনের আবেদন জেলা শ্রমদপ্তরগুলিতে দীর্ঘ সময় ধরে জমা পড়ে রয়েছে বলে অভিযোগ করেন। তাঁদের অভিযোগের সত্যাসত্য যাচাইয়ের জন্য মন্ত্রী এই সমস্ত আবেদনের তথ্য তাঁর কাছে সরাসরি জমা করার নিদান দেন এদিন। উল্লেখ্য, পোর্টাল চালু না থাকায় অফলাইনে করা আবেদনের পরিপ্রেক্ষিতে দপ্তর সম্প্রতি ১৭৮ কোটি টাকা পেনশন খাতে ব্যয় করেছে বলে জানিয়েছেন আধিকারিকরা।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #Mamata Banerjee, #pension

আরো দেখুন