দেশ বিভাগে ফিরে যান

ওমিক্রন আতঙ্কের জের, ব্যাপক ধস শেয়ার বাজারে

December 20, 2021 | 1 min read

ফের ব্যাপক ধস শেয়ার বাজারে। গত মাসে প্রথমবার করোনার (CoronaVirus) নতুন স্ট্রেন ওমিক্রনের হদিশ মেলার পর সেনসেক্স এবং নিফটিতে বিরাট পতন দেখেছে বম্বে স্টক এক্সচেঞ্জ। সেই ওমিক্রন এদেশের মাটিতে প্রভাব বাড়াতেই তার সরাসরি প্রভাব পড়ল শেয়ার বাজারে। সোমবার বাজার খুলতেই একধাক্কায় অনেকটা পড়ল সেনসেক্স এবং নিফটির সূচক।

এদিন সকালে শেয়ার বাজার খুলতেই দ্রুত নামতে থাকে সূচক। দুপুর ১২টা নাগাদ সেনসেক্স নেমে যায় ১৬০০ পয়েন্ট। আপাতত সেনসেক্সের সূচক ঘোরাফেরা করছে ৫৬ হাজারের আশেপাশে। বড়সড় পতন ঘটেছে নিফটির (Nifty) সুচকেও। ন্যাশনাল স্টক এক্সচেঞ্চের নিফটি প্রায় ৪০০ পয়েন্ট নেমে দাঁড়িয়েছে ১৬ হাজার ৫০০ পয়েন্টের আশাপাশে। বিশেষজ্ঞদের আশঙ্কা নিফটি দ্রুত সাড়ে ১৬ হাজারেরও নিচে নেমে যেতে পারে।

বলে রাখা ভাল, লকডাউন পর্বে ইতিহাসের সবচেয়ে রক্তাক্ত দিনের সাক্ষী হয় দালাল স্ট্রিট। সেনসেক্সের (Sensex) সূচক নেমে দাঁড়ায় ২৫ হাজরের কোঠায়। যদিও করোনা পরবর্তী কালে শেয়ার বাজারের সূচক ফের উপরের দিকে উঠতে থাকে। মাঝখানে সুদিনও দেখেছে বাজার। একটা সময় সেনসেক্সের সূচক ৬০ হাজারের উপরেও উঠেছিল। কিন্তু ওমিক্রনের চোখরাঙানিতে নতুন করে রক্তাক্ত দিনের আশঙ্কা দালাল স্ট্রিটে। বাজার বিশেষজ্ঞদের ধারণা, ওমিক্রনের ফলে দেশে ফের লকডাউনের মতো পরিস্থিতি তৈরি হতে পারে এই আশঙ্কায় বিনিয়োগকারীরা বিনিয়োগ করতে চাইছেন না। সেকারণেই বাজার ধাক্কা খাচ্ছে।

প্রসঙ্গত, দেশে করোনা আক্রান্তের সংখ্যা ধরাছোঁয়ার মধ্যে থাকলেও ওমিক্রন (Omicron) নিয়ে ক্রমেই চিন্তা বাড়ছে। কয়েক মাস আগেও যেখানে প্যান্ডেমিক ধীরে ধীরে এন্ডেমিকে পরিণত হচ্ছে বলে দাবি করছিলেন বিশেষজ্ঞরা, সেটাও আপাতত হতে দিচ্ছে না ওমিক্রন। গতকালই কেন্দ্র সরকারের গড়ে দেওয়া এক প্যানেল দাবি করেছে, আগামী ফেব্রুয়ারিতে করোনার তৃতীয় ঢেউ আসতে পারে দেশে। যা বাজারে বিনিয়োগকারীদের মধ্যে আশঙ্কা আরও বাড়ছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Sensex, #Share Market, #Nifty

আরো দেখুন