তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে ১০ বছরে তিনগুণ কর্মসংস্থান বাংলায়
December 22, 2021 | < 1min read
রাজ্য আসতে চলেছে বিপুল কর্মসংস্থানের জোয়ার। রাজ্য তৃতীয়বারের জন্য ক্ষমতায় ফেরার পর থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গ সরকার পাখির চোখ করেছে শিল্পায়নকে। কর্মসংস্থান সৃষ্টি করতে বদ্ধ পরিকর রাজ্য সরকার।
এবার রাজ্যে তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে বিপুল সংখ্যক কর্মসংস্থান হতে চলেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে টুইট করে একথা জানিয়েছেন। টুইটে তিনি লেখেন, “আনন্দের সঙ্গে জানাচ্ছি তথ্য প্রযুক্তি ক্ষেত্রে বাংলা অনন্য উচ্চতায় পৌঁছেছে। কলকাতায় টিসিএস ৫০,০০০ তথ্য প্রযুক্তিকর্মী নিয়োগ করতে চলেছে। ২০১১ সালে এই সংখ্যাটি ছিল ১৫,০০০। এবার রাজ্যে কর্মীর সংখ্যা তিনগুণ বাড়াচ্ছে তারা।”
GoWB is committed towards generating employment!
Happy to share that the IT sector in Bengal has touched a new high. TCS has given employment to 50,000 professionals in Kolkata! Back in 2011, the number was only 15,000 and now, it has increased by 3 times.