দেশ বিভাগে ফিরে যান

দেশের সেরা রাজনীতিক মমতা বন্দ্যোপাধ্যায়, স্বীকৃতি জাতীয় সংবাদমাধ্যমের

January 6, 2022 | < 1 min read

২০২১- এর শুরুতেই এটা একপ্রকার নিশ্চিত হয়ে গিয়েছিল যে মোদী- শাহর একমাত্র অ্যান্টিডট মমতা বন্দ্যোপাধ্যায়। তিনিই একমাত্র পেরেছেন মোদী- শাহর বিজয় রথের চাকা থামিয়ে দর্প চূর্ণ করতে। জাতীয় সংবাদমাধ্যমগুলোও একবাক্যে স্বীকার করেছে সেই কথা। এবার আরও এক ধাপ এগিয়ে দেশের এক প্রথম সারির সংবাদমাধ্যম তাদের কভার স্টোরিতে ২০২১ -এ দেশের সেরা রাজনীতিক বলে অভিহিত করল মমতাকে। তাঁকে বলা হল মোদী- শাহর একমাত্র আগ্রাসী প্রতিদ্বন্দ্বি।

২০২১ সালে বিধানসভা নির্বাচনে সারাদেশের নজর ছিল পশ্চিমবঙ্গের দিকে। ভোটের আগে বারবার তৃণমূল-বিজেপি দ্বৈরথে উত্তপ্ত হয়ে উঠেছিল জাতীয় রাজনীতি। মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে ২০০ আসন জয়ের স্বপ্ন দেখেছিলেন নরেন্দ্র মোদী-অমিত শাহরা। কিন্তু ভোটের ফলাফল প্রকাশের পর দেখা গিয়েছে বিজেপির বাংলা জয় স্বপ্নই রয়ে গিয়েছিল। বিপুল জনসমর্থন নিয়ে ২১৩ আসন পেয়ে বাংলার ক্ষমতা ধরে রেখেছিল তৃণমূল। ১০০ আসনের গণ্ডিও পেরতে পারেনি বিজেপি। ভোটে জিতে জাতীয় রাজনীতিতে প্রাসঙ্গিকতা পেতেই অন্যান্য বেশ কিছু রাজ্যকে পাখির চোখ করেছে তৃণমূল। ত্রিপুরা, আসাম গোয়ায় যে তৃণমূল যথেষ্ট ছাপ ফেলতে সক্ষম হয়েছে তা বেশ স্পষ্ট। বিরোধীরা রাজ্যের বাইরে তৃণমূলকে বার বার অপ্রাসঙ্গিক বললেও, মমতা যে ঠিক কতটা প্রাসঙ্গিক তা আরও একবার প্রমাণ হল।

TwitterFacebookWhatsAppEmailShare

#Mamata Banerjee, #Indian Politicians

আরো দেখুন