দেশ বিভাগে ফিরে যান

ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর বাসভবনে ১৫ জন করোনায় আক্রান্ত, রিপোর্ট নেগেটিভ হেমন্ত সোরেনের

January 9, 2022 | 2 min read

মুখ্যমন্ত্রীর বাড়িতেও করোনা হানা। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের (Hemant Soren) বাসভবনে ১৫ জন সদস্যের কোভিড রিপোর্ট পজেটিভ এসেছে বলে সূত্রের খবর। জানা গিয়েছে, হেমন্ত সোরেনের স্ত্রী কল্পনা সোরেন, তাঁর দুই পুত্র নিতিন এবং বিশ্বজিৎ, শ্যালিকা সরলা মুর্মু, তাঁর দেহরক্ষী-সহ ১৫ জন করোনা আক্রান্ত। তবে, খোদ মুখ্যমন্ত্রীর রিপোর্ট নেগেটিভ বলে জানা গিয়েছে।

রাঁচির মুখ্য মেডিক্যাল অফিসার বিনোদ কুমার জানান, মুখ্যমন্ত্রীর বাসভবনে মোট ৬২ জনের পরীক্ষা করা হয়। শনিবার সন্ধেয় ২৪ জনের রিপোর্ট আসে, যার মধ্যে ১৫ জনই কোভিড পজেটিভ। করোনা আক্রান্তদের মৃদু উপসর্গ রয়েছে বলে জানা গিয়েছে। প্রত্যেকেই একান্তবাসে রয়েছেন।

এদিকে ঝাড়খণ্ডের স্বাস্থ্যমন্ত্রী বান্না গুপ্তাও কোভিড পজেটিভ হয়ে জামশেদপুরে নিজের বাসভবনে আইসোলেশনে রয়েছেন। তিনি জানান, এই নিয়ে দু’বার করোনা আক্রান্ত। কয়েকদিন ধরে করোনা উপসর্গ লক্ষ করায় পরীক্ষা করান স্বাস্থ্যমন্ত্রী। এরপরই রিপোর্ট পজেটিভ আসে। তাঁর ঘনিষ্ঠতায় যাঁরা এসেছেন, তাঁদেরকে একান্তবাসে থাকার পরামর্শ দেন স্বাস্থ্যমন্ত্রী। উল্লেখ্য, ২০২০ সালে অগস্টে করোনা আক্রান্ত হয়েছিলেন বান্না গুপ্তা।

অন্যান্য রাজ্যের মতো ঝাড়খণ্ডেও করোনার থাবা জাঁকিয়ে বসেছে। এখনও পর্যন্ত সাড়ে ৩ লক্ষের বেশি মানুষ করোনা আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ৫১৬৪। গত শনিবার ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৫০৮১। ৩ জনের মৃত্যুর খবর মিলেছে। তবে স্বস্তি এই যে, ঝাড়খণ্ডে এখনও পর্যন্ত ওমিক্রন আক্রান্তের খবর নেই।

রবিবারের রিপোর্ট অনুযায়ী, দেশে একদিনে প্রায় ১.৬০ লক্ষ করোনা আক্রান্ত হয়েছেন। ওমিক্রনে আক্রান্ত হয়েছেন ৩৬২৩ জন। এখন পর্যন্ত ২৭টি রাজ্যে ওমিক্রনের অস্তিত্ব মিলেছে। যার মধ্যে মহারাষ্ট্রেই ১০০৯ এবং দিল্লিতে ৫১৩ সংক্রমণ। লাফিয়ে লাফিয়ে করোনা আক্রান্ত হলেও, মৃদু উপসর্গ থাকায় হাসপাতালে ভর্তির হার তুলনামূলক কম। শনিবারই দেড়শো কোটি টিকাকরণ সম্পন্ন করা হয়েছে। পাশাপাশি, ১৫ থেকে ১৮ বছর বয়সীদের এখনও পর্যন্ত ২ কোটি টিকাকরণ সম্ভব হয়েছে। বিশেষজ্ঞদের মত, সম্পূর্ণ টিকাকরণ এবং কোভিড সতর্কতা পালন করলে ওমিক্রনকেও জয় করা সম্ভব।

TwitterFacebookWhatsAppEmailShare

#Jharkhand, #Hemant Soren, #covid possitive

আরো দেখুন