রাজ্য বিভাগে ফিরে যান

নেতাজি সুভাষচন্দ্র বসুর স্মরণে নিউটাউন ও সল্টলেকে দুটি পার্কের উদ্বোধন

January 23, 2022 | < 1 min read

ছবি: প্রতীকী

নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন উপলক্ষে সল্টলেক এবং নিউটাউনে তাঁর স্মরণে দু’টি পার্ক উদ্বোধন করা হবে আজ। জোড়া পার্ক ইতিমধ্যে তৈরি হয়ে গিয়েছে। সল্টলেক সেক্টর ফাইভে নির্মিত পার্কটির নাম দেওয়া হয়েছে জয়হিন্দ পার্ক। টিসিএস গীতাঞ্জলি বিল্ডিংয়ের কাছেই এই পার্কটি অত্যন্ত যত্ন নিয়ে তৈরি করেছে নবদিগন্ত শিল্পনগরী কর্তৃপক্ষ। অন্যদিকে, নিউটাউনের এ-ই ব্লকের নেতাজির নামাঙ্কিত আর‌ও একটি পার্ক উদ্বোধন করা হবে বলে এনকেডিএ সূত্রে খবর। আজ, রবিবার নেতাজির ১২৫তম জন্মজয়ন্তী উপলক্ষে পুর ও নগরোন্নয়নমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের দু’টি পার্কের উদ্বোধন করার কথা রয়েছে।

নিউটাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটির আধিকারিক জানিয়েছেন, প্রতিটি ব্লকে একটি করে শিশুউদ্যান তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। সেই মর্মে এ-ই ব্লকে সুভাষচন্দ্র বসু উদ্যান তৈরি করা হয়েছে। স্বাধীনতা সংগ্রামীর নানান ছবি ও বাণী দিয়ে পার্কটির সৌন্দর্যায়নের কাজ করা হয়েছে। কিছুদিন আগে সিটি সেন্টার ২ এর পিছনে প্রফেসর শঙ্কু পার্কের উদ্বোধন হয়েছিল। আগামী দিনে অপুর সংসার ও পঞ্চ ইন্দ্রিয় নামে আরও দু’টি থিম পার্ক তৈরি করা হবে। এমনটাই এনকেডিএ সূত্রে খবর।

TwitterFacebookWhatsAppEmailShare

#Parks, #Netaji Subhas Chandra Bose, #New Town, #Saltlake, #Chandrima Bhattacharya, #NKDA

আরো দেখুন