রাজ্য বিভাগে ফিরে যান

বৃষ্টির পূর্বাভাসের মাঝেই বাড়বে শীতের প্রকোপ, জানলেন আবহাওয়া দপ্তর

January 26, 2022 | < 1 min read

বিদায়ের পথে পশ্চিমী ঝঞ্ঝা। আগামী তিন দিনে ধীরে ধীরে কমবে রাতের তাপমাত্রা। ফলে রাজ্যে ফের বাড়বে শীতের প্রকোপ। এমনটাই জানাচ্ছে আবহাওয়া দপ্তর। জানা গিয়েছে, দিন কয়েকের মধ্যে জাঁকিয়ে শীত পড়তে পারে কলকাতায়। শহরের তাপমাত্রার পারদ ১৩ ডিগ্রি সেলসিয়াসে নামবে।

বুধবার দক্ষিণবঙ্গের ছয় জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে বৃষ্টি হতে পারে। আগামী দু’দিন দার্জিলিং, কালিম্পংয়ে শিলাবৃষ্টি হতে পারে। এমনকি বরফ পড়ার সম্ভাবনা রয়েছে ওই দুই জেলায়। আবার উত্তরবঙ্গের বাকি জেলায় বৃষ্টির সম্ভাবনা না থাকলেও, শুক্রবার থেকে সপ্তাহের শেষ পর্যন্ত উত্তর দিনাজপুর, মালদহ ও কোচবিহারে ঘন কুয়াশার সতর্কতা রয়েছে।

অন্য দিকে, চলতি মাসে তাপমাত্রা না বাড়লেও আরও একটি পশ্চিমী ঝঞ্ঝার সম্ভাবনা রয়েছে রাজ্যে। সে ক্ষেত্রে ফেব্রুয়ারির প্রথমে ফের বাড়বে তাপমাত্রা।

TwitterFacebookWhatsAppEmailShare

#Winter, #Weather forecast, #Alipore Weather Office

আরো দেখুন