দেশ বিভাগে ফিরে যান

দিল্লিতে বিজেপি বিরোধী আন্দোলনের ঝাঁজ বাড়াতে তৈরি তৃণমূল সাংসদরা

January 28, 2022 | < 1 min read

ছবি: প্রতীকী

তৃণমূলের লড়াই এবার সরাসরি দিল্লি দরবারে। আরও স্পষ্ট করে বললে সংসদের ভিতরে এবং বাইরে। যা হতে চলেছে লাগাতার। সেই আন্দোলনে রূপরেখা বৃহস্পতিবার চূড়ান্ত করে দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে আঘাত থেকে শুরু করে সাম্প্রতিকতম সবকটি ঘটনাতেই এবার দিল্লির বুকে বিজেপি বিরোধী আন্দোলনের ঝাঁজ বাড়াবেন তৃণমূল সাংসদরা। এমনকী আসন্ন সংসদের বাজেট অধিবেশন চলাকালীন দিল্লি যেতে পারেন তৃণমূল নেত্রী।

২৩ জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫তম জন্মবার্ষিকীতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি অভিযোগ করেছেন, কেন্দ্রের বিজেপি সরকার যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে ভেঙে দিয়েছে। কিন্তু তিনি প্রত্যয়ের সুরে জানিয়েছেন, আমরা যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে শক্তিশালী করে তুলে ধরব। সেই কারণেই মমতার দল তৃণমূল এবার দেশের রাজধানীর বুকে আরও বেশি মাত্রায় বিজেপির বিরুদ্ধে সরব হতে চলেছে। কোন কোন ইস্যুতে কিভাবে আন্দোলন হবে, তা নিয়ে বৃহস্পতিবার বৈঠক দেখেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কালীঘাটে নেত্রীর সঙ্গে ছিলেন লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। লোকসভা ও রাজ্যসভার তৃণমূলের বাকি সাংসদরা ছিলেন ভার্চুয়াল মাধ্যমে। আগামী ৩১ জানুয়ারি থেকে সংসদে শুরু হচ্ছে বাজেট অধিবেশন। ‌তার আগে এদিন সাংসদদের নিয়ে বৈঠকে একাধিক নির্দেশিকা দেন দলনেত্রী।

TwitterFacebookWhatsAppEmailShare

#delhi, #bjp, #tmc, #politics, #TMC Vs BJP

আরো দেখুন