রাজ্য বিভাগে ফিরে যান

রাজ্যের ১৬টি জেলায় ৯০ শতাংশের বেশি প্রথম ডোজ টিকাকরণ সম্পন্ন

February 1, 2022 | < 1 min read

রাজ্যের ১৬টি জেলায় ৯০ শতাংশের বেশি প্রথম ডোজ টিকাকরণ হয়েছে গিয়েছে। ১০টি জেলায় প্রথম ডোজ টিকাকরণ হয়ে গিয়েছে ৮০-৯০ শতাংশ। শুধুমাত্র উত্তর দিনাজপুরে ৭৫ শতাংশ এবং মালদহের ৭৭ শতাংশ মানুষ প্রথম ডোজ পেয়েছেন। সোমবার স্বাস্থ্যভবন সূত্রে জানা গিয়েছে, ২৮টি জেলা এবং স্বাস্থ্য জেলার মধ্যে সবচেয়ে বেশি ১৫১ শতাংশ টিকাদান হয়েছে কলকাতায়। দ্বিতীয় স্থানে রয়েছে জলপাইগুড়ি—১০১ শতাংশ মানুষ সেখানে টিকা পেয়েছেন। এছাড়া ৯০-৯৫ শতাংশ প্রথম ডোজ টিকা পেয়েছেন বহু জেলার বাসিন্দাই। কেন্দ্রীয় সরকারের জনসংখ্যার হিসেব অনুয়ারী, রাজ্যের ৯১.৩৬ শতাংশ মানুষের প্রথম ডোজ টিকাদান হয়ে গিয়েছে। যদিও রাজ্য সরকারের হিসেব অনুযায়ী, প্রথম ডোজ টিকাকরণ হয়েছে প্রায় ৯৭ শতাংশ। দ্বিতীয় ডোজ পেয়েছেন প্রথম ডোজ পাওয়া মানুষের ৭৭ শতাংশ এবং জনসংখ্যার ৭০ শতাংশ। এদিকে, রাজ্যে কোভিড সংক্রমণ ক্রমেই তলানিতে ঠেকেছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১৯১০ জন। রবিবারের (৩ হাজার ৪২৭) তুলনায় প্রায় অর্ধেক। মারা গিয়েছেন ৩৩ জন। পজিটিভিটি ৫.৪৯ শতাংশ।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #Vaccination

আরো দেখুন