দেশ বিভাগে ফিরে যান

শীঘ্রই বৈঠক অবিজেপি মুখ্যমন্ত্রীদের! রাজ্যপালের ‘অতিসক্রিয়তা’ নিয়ে স্ট্যালিনকে ফোন মমতার

February 13, 2022 | < 1 min read

বাংলায় রাজ্যপালের নানা কার্যকলাপ নিয়ে রাজ্য প্রশাসনের সঙ্গে সংঘাত সপ্তমে। তাঁর অপসারণের দাবিতে দিল্লিতে দরবার করেছে রাজ্যের শাসকদল তৃণমূল (TMC)। এমনকী সংসদে এই সংক্রান্ত প্রস্তাবও আনা হয়েছে। এবার অবিজেপি রাজ্যগুলিতে রাজ্যপালের এ ধরনের ‘অতিসক্রিয়তা’ নিয়ে ক্ষোভ এবং উদ্বেগ প্রকাশ করে তামিলনাড়ুর (Tamil Nadu) মুখ্যমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বললেন মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। সূত্রের খবর, রবিবার সন্ধেবেলা দু’জনের মধ্যে কথা হয় রাজ্যপালের ভূমিকা নিয়ে। অবিজেপি জোট আরও পোক্ত করা প্রয়োজন বলে স্ট্যালিনকে মনে করিয়েছেন মমতা। টুইট করে তা জানিয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #Mamata Banerjee, #tamil nadu, #Mk stalin

আরো দেখুন