দেশ বিভাগে ফিরে যান

পঞ্জাবে মোদীর সভার প্রতিবাদে আজ কৃষকদের মহামিছিল

February 14, 2022 | < 1 min read

‘গো ব্যাক মোদি’ স্লোগান তুলে আজ, সোমবার পাঞ্জাবে মহামিছিল করবেন আন্দোলনকারী কৃষকরা। একইসঙ্গে সংযুক্ত কিষান মোর্চা সিদ্ধান্ত নিয়েছে, পাঞ্জাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রত্যেকটি নির্বাচনী সমাবেশের দিনই রাজ্য জুড়ে তুমুল বিক্ষোভ-আন্দোলন কর্মসূচি পালন করা হবে। উল্লেখ্য, আগামী ২০ ফেব্রুয়ারি পাঞ্জাবে বিধানসভা নির্বাচন রয়েছে। তার আগে ওই রাজ্যে একাধিক নির্বাচনী সমাবেশ করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জলন্ধর, পাঠানকোট, আবোহারের মতো জায়গায় মোদির সমাবেশ হওয়ার কথা। নির্ধারিত কর্মসূচি রয়েছে আজ, সোমবারও। এই পরিস্থিতিতে আন্দোলনকারী কৃষকদের এহেন হুঁশিয়ারিতে স্পষ্টই বেজায় চাপে পড়ে গিয়েছে বিজেপি।

এমনকী গেরুয়া শিবিরের আলোচনায় উঠে আসছে গত ৫ জানুয়ারি ফিরোজপুরের ঘটনাও। ফের যদি একই পরিস্থিতির সৃষ্টি হয়, তাহলে ভোটের মুখে গেরুয়া শিবিরেরই মুখ পুড়বে বলে মনে করছেন বিজেপি নেতারা। যদিও ফিরোজপুরের ঘটনা নিয়ে কৃষক সংগঠনগুলি ইতিমধ্যেই ব্যাখ্যা দিয়েছে যে, ওইদিন প্রধানমন্ত্রীর কনভয়ের সামনে দলীয় পতাকা নিয়ে পৌঁছে গিয়েছিলেন বিজেপির সমর্থকরাই। অকুস্থলের আশেপাশেও ছিলেন না আন্দোলনকারী কৃষকরা। সংযুক্ত কিষান মোর্চা জানিয়েছে, আজ, সোমবার বিকেল সাড়ে ৫টার সময় ‘মোদি গো ব্যাক’ স্লোগান তুলে চণ্ডীগড়ের কিষান ভবন থেকে সেক্টর-১৭ পর্যন্ত মশাল মিছিল করবেন কৃষকরা। পাশাপাশি আজ, সোমবার রাজ্যের প্রতিটি গ্রামে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুশপুত্তলিকা দাহ করারও পরিকল্পনা করেছে সংযুক্ত কিষান মোর্চার পাঞ্জাব কমিটি।

কিষান মোর্চা অভিযোগ করে বলেছে, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সবসময়ই মিথ্যে প্রতিশ্রুতি দেন। ‘প্রধানমন্ত্রী যেহেতু প্রতিশ্রুতি পূরণ করেননি, তাই কৃষকরাও আন্দোলনের পথে হাঁটতে বাধ্য হচ্ছেন।’ রবিবার সংযুক্ত কিষান মোর্চা ফের পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনগুলিতে বিজেপিকে হারানোর ডাক দিয়েছে।  স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছেন সংযুক্ত কিষান মোর্চার সদস্যরা। পাতিয়ালায় পিটিআইয়ের তোলা ছবি।এই মুহূর্তে

TwitterFacebookWhatsAppEmailShare

#punjab, #protest march, #Farmers' protest

আরো দেখুন