রাজ্য বিভাগে ফিরে যান

সঙ্কটে অস্তিত্ব, বাম-কংগ্রেসের কাছে ভোট ভিক্ষা বঙ্গ বিজেপির

February 22, 2022 | < 1 min read

ডবল ইঞ্জিন সরকার গড়ার স্বপ্ন লাইনচ্যুত হয়েছে মাত্র ন’মাস আগে। বিধানসভার সেই ক্ষতে এখনও প্রলেপ পড়েনি। তার উপর পরাজয়ের মিছিল অব্যাহত গেরুয়া শিবিরে।

প্রথমে বিধানসভা উপনির্বাচন, তারপর কলকাতা সহ পাঁচ পুরভোটে ভরাডুবি। আগামী ২৭ ফেব্রুয়ারি রাজ্যের আরও ১০৮ পুরসভায় নির্বাচন। তার আগে ‘সিঁদুরে মেঘ’ ঘোরাফেরা করছে দলের অন্দরে। সোজা কথায়, অস্তিত্ব সঙ্কট। আর এই সঙ্কট থেকে পরিত্রাণ পেতে বাম-কংগ্রেসের কাছেও ভোট ভিক্ষা করছে বিজেপি! স্বয়ং দলের রাজ্য সহ সভাপতি তথা সাংসদ অর্জুন সিংই আসন্ন পুরনির্বাচনে বিজেপিকে ভোট দেওয়ার জন্য সিপিএম-কংগ্রেসকে ডাক দিয়েছেন। তাতেই শুরু হয়েছে শোরগোল। রাজনৈতিক মহলের মতে, বিজেপির এই আহ্বানই কঙ্কালসার ছবিটা সামনে এনে দিয়েছে। সিপিএম নেতৃত্ব অবশ্য নিজেদের অবস্থান স্পষ্ট করে জানিয়েছে—দেশের সবথেকে বড় শত্রু বিজেপির আহ্বানে সাড়া দেওয়ার প্রশ্নই নেই।অনেকে বলছেন, পুরভোটের মুখে বিজেপি এখন অনেকটাই ছন্নছাড়া।

হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়ার প্রতিযোগিতা শেষ হলেও দলের বিরুদ্ধে বিক্ষুব্ধের সংখ্যা দিন দিন বাড়ছে। পদ্ম শিবিরের বহু নেতা ঘাসফুলের সঙ্গে যোগাযোগ করছেন। দলের এই ‘বিবর্তনে’ বাড়ছে অস্তিত্ব সঙ্কট। রবিবার ভাটপাড়া পুরসভায় দলের দুই প্রার্থীর সমর্থনে প্রচারে বেরিয়েছিলেন বিজেপি সাংসদ তথা দলের রাজ্য সহ সভাপতি অর্জুন সিং। সিপিএম কি ফ্যাক্টর হবে? তিনি বলেছেন, ‘সিপিএম-কংগ্রেসকে আহ্বান করর, আপনারা ভারতীয় জনতা পার্টিকে ভোট দিন। তারা আসুক। আমাদের সঙ্গে থাকুক।’ আপনারা কি সিপিএম নেতৃত্বকে জানাবেন? উত্তরে তিনি বলেন, ‘আপনাদের মাধ্যমেই বলছি, আসুন… বিজেপিকে ভোট দিন’।

বিষয়টি নিয়ে রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র শমীক ভট্টাচার্যের সাফাই, ‘এরাজ্যে প্রধান বিরোধী দল যে বিজেপি, তা বিধানসভা ভোটেই প্রমাণ হয়ে গিয়েছে। তাই সিপিএম-কংগ্রেস সমর্থকদের কাছে আমাদের আবেদন বিরোধী দল হিসেবে বিজেপিকে আরও মজবুত করুন।’

TwitterFacebookWhatsAppEmailShare

#Congress, #bjp, #Cpim

আরো দেখুন