আন্তর্জাতিক বিভাগে ফিরে যান

রাশিয়ার ইউক্রেন আক্রমণের জের, লিথুয়ানিয়ায় জারি হল জরুরি অবস্থা

February 24, 2022 | < 1 min read

ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করেছে রাশিয়া। রাশিয়ার করা একের পর এক হামলায় বিধ্বস্ত হয়ে গেছে ইউক্রেন। এদিকে রাশিয়ান বাহিনী ইউক্রেন আক্রমণ করার পর লিথুয়ানিয়া জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। সংবাদমাধ্যমে এমনটাই জানিয়েছেন লিথুয়ানিয়ার রাষ্ট্রপতি গীতানাস নওসিদার।

তিনি জানান, ‘আমরা ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার অপরাধমূলক কর্মকাণ্ড প্রত্যক্ষ করছি। আমরা এই অযৌক্তিক সামরিক আগ্রাসনের প্রতি উদাসীন থাকতে পারি না, যা লক্ষ লক্ষ নিরীহ জীবনকে হুমকির মুখে ফেলে এবং আন্তর্জাতিক শৃঙ্খলার ভিত্তিকে দুর্বল করে দেয়।’

ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়নের সদস্য পোল্যান্ড ও লাটভিয়ার সঙ্গে সীমান্ত রয়েছে লিথুয়ানিয়ার। বাল্টিক সাগরে অবস্থিত রুশ ছিটমহল কালিনিগ্রাদের সঙ্গেও সীমান্ত রয়েছে দেশটি।

TwitterFacebookWhatsAppEmailShare

#russia, #Emergency, #ukraine, #Lithuania

আরো দেখুন