দেশ বিভাগে ফিরে যান

স্বস্তি জোগাচ্ছে পরিসংখ্যান, সাড়ে পাঁচ হাজারের নিচে নামল দেশের দৈনিক সংক্রমণ

March 6, 2022 | 2 min read

করোনার তৃতীয় ঢেউ থেকে পুরোপুরি মুক্তির পথে দেশ। জানুয়ারি মাসেই একটা সময় ৩ লক্ষ ছাড়িয়ে গিয়েছিল দেশের দৈনিক আক্রান্তের সংখ্যা। সেই আক্রান্তের সংখ্যাই নেমে এল সাড়ে পাঁচ হাজারের ঘরে। আর শুধু দৈনিক আক্রান্ত নয়, অ্যাকটিভ কেস, দৈনিক মৃত্যু সব পরিসংখ্যানেই এদিন মিলেছে স্বস্তি।

করোনার তৃতীয় ঢেউ থেকে পুরোপুরি মুক্তির পথে দেশ। জানুয়ারি মাসেই একটা সময় ৩ লক্ষ ছাড়িয়ে গিয়েছিল দেশের দৈনিক আক্রান্তের সংখ্যা। সেই আক্রান্তের সংখ্যাই নেমে এল সাড়ে পাঁচ হাজারের ঘরে। আর শুধু দৈনিক আক্রান্ত নয়, অ্যাকটিভ কেস, দৈনিক মৃত্যু সব পরিসংখ্যানেই এদিন মিলেছে স্বস্তি।

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৪৭৬ জন। গতকাল যে সংখ্যাটা ছ’হাজারের সামান্য নিচে ছিল। ধীরে ধীরে কমছে অ্যাকটিভ কেসও। বর্তমানে দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৫৯ হাজার ৪৪২ জন। অ্যাকটিভ কেসের হার কমে দাঁড়িয়েছে ০.১৪ শতাংশে।

বিধিনিষেধ জারি করে এবং টিকাকরণে জোর দিয়েই সংক্রমণে লাগাম টানা সম্ভব হয়েছে। তবে এখনও সামান্য চিন্তায় রাখছে দেশের মৃত্যুহার। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় প্রাণ হারিয়েছেন ১৫৮ জন। যা আগের দিনের তুলনায় অবশ্য অনেকটাই কম। দেশে এখনও পর্যন্ত কোভিডের বলি ৫ লক্ষ ১৫ হাজার ৩৬ জন। লাগাতার স্বস্তি দিচ্ছে দেশের সুস্থতার হার। পরিসংখ্যান বলছে, এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ২৩ লক্ষ ৮৮ হাজার ৪৭৫ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছেন ৯ হাজার ৭৫৪ জন। সুস্থতার হার ৯৮.৬৬ শতাংশ।

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য জানাচ্ছে, এখনও পর্যন্ত দেশে প্রায় ১৭৮ কোটি ৮৩ লক্ষের বেশি ডোজ করোনার টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে গতকাল ভ্যাকসিন পেয়েছেন ২৬ লক্ষের বেশি মানুষ। টিকাকরণের পাশাপাশি চলছে টেস্টিংও। গতকাল যেমন ৯ লক্ষ ৯ হাজার ৯০৮ জনের নমুনা পরীক্ষা হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Coronavirus, #covid-19, #corona vaccine

আরো দেখুন