দেশ বিভাগে ফিরে যান

বাংলার মতো মহারাষ্ট্রের সরকারের সঙ্গেও প্রতিহিংসামূলক আচরণ কেন্দ্রের, অভিযোগ শিবসেনার

March 9, 2022 | < 1 min read

বাংলা এবং মহারাষ্ট্রকে টার্গেট করছে কেন্দ্র। বিরোধিতা করলেই কেন্দ্রীয় তদন্ত সংস্থাকে লেলিয়ে দেওয়া হচ্ছে। এমনই অভিযোগ শিবসেনার। মঙ্গলবার উদ্ধব-পুত্র তথা মন্ত্রী আদিত্য থ্যাকারের অভিযোগ, প্রতিহিংসামূলক আচরণ করছে কেন্দ্র। পশ্চিমবঙ্গের মতো একই কায়দায় মহারাষ্ট্রের শাসকদলকেও টার্গেট করছে বিজেপি। 
আদিত্য ও অনিল পরব ঘনিষ্ঠ বেশ কিছু ব্যক্তির বিরুদ্ধে টানা অভিযান চালাচ্ছে আয়কর বিভাগ। এতেই ক্ষুব্ধ শিবসেনা।

মোদী সরকারের বিরুদ্ধে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে অপব্যবহারের অভিযোগ তুলে আদিত্য থ্যাকারের মন্তব্য, ‘বাংলা এবং অন্ধ্রপ্রদেশে লাগাতার তল্লাশি হয়েছে। এবার মহারাষ্ট্রেও একই জিনিস শুরু হয়েছে।’ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শিবসেনার পদাধিকারী তথা শিরডি ট্রাস্টের সদস্য রাহুল কানালের বাড়িতে তল্লাশি চালানো হয়। দুই ব্যবসায়ীর অফিসেও হানা দিয়েছে আয়কর বিভাগ। শিবসেনার অভিযোগ, বৃহন্মুম্বই পুরভোটের কথা মাথায় রেখেই শুল্কদপ্তরকে মাঠে নামিয়েছে কেন্দ্র। প্রবীণ শিবসেনা নেতা সঞ্জয় রাউতের দাবি, যত দিন না পুরভোট শেষ হচ্ছে প্রতিটি ওয়ার্ডে তল্লাশি চালানো হবে। চড়া সুরে তিনি প্রশ্ন তোলেন, ‘কেন মহারাষ্ট্র ও বাংলার মানুষকে শুধু টার্গেট করা হচ্ছে? বেছে বেছে শুধু শিবসেনা ও তৃণমূল কংগ্রেস নেতাদের বাড়িতে তল্লাশি চালানো হচ্ছে। রাজ্য সরকারকে ফেলতেই পরোক্ষভাবে চাপ তৈরি  করা হচ্ছে।’ মহারাষ্ট্রে ১৪ জনের বেশি বিশিষ্ট ব্যক্তির বাড়িতে হানা দিয়েছে আয়কর বিভাগ। 

TwitterFacebookWhatsAppEmailShare

#Maharashtra, #shivsena, #vendetta politics, #union govt

আরো দেখুন