কলকাতা বিভাগে ফিরে যান

আগামী সপ্তাহে বন্ধ থাকবে ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিষেবা, জেনে নিন দিনক্ষণ

March 12, 2022 | < 1 min read

আগামী সপ্তাহে তিনদিনের জন্য বন্ধ থাকবে কলকাতা মেট্রোর ইস্ট-ওয়েস্ট (East west Metro) করিডর। ১৫ মার্চ থেকে ১৭ মার্চ পর্যন্ত ওই রুটে বন্ধ থাকবে মেট্রো (Kolkata Metro) পরিষেবা। শনিবার এক বিবৃতিতে এমনটাই জানিয়েছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। যার জেরে সমস্যায় পড়তে চলেছে নিত্যযাত্রীরা।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১৫ মার্চ অর্থাৎ মঙ্গলবার থেকে ১৭ মার্চ অর্থাৎ বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ থাকবে সল্টলেক-ফুলবাগান মেট্রো পরিষেবা। খুব শীঘ্রই চালু হতে চলেছে শিয়ালদহ মেট্রো স্টেশন। মেট্রো রেল সূত্রের খবর অনুযায়ী, তিনদিন ধরে চলবে স্টেশন পরিদর্শনের পালা। যাত্রী সুরক্ষার বিভিন্ন দিক খতিয়ে দেখবেন কমিশনার অব রেলওয়ায়ে সেফটি (Commissioner of Railway Safety)। এছাড়াও শিয়ালদহ স্টেশন পর্যন্ত পুরো সফটওয়্যার আপডেট করা হবে ওই তিনদিনে। অগ্নি নির্বাপণ ব্যবস্থা, ইলেকট্রিক্যাল ও সিগন্যালিং ব্যবস্থার বিষয়গুলি এবং এখনও পর্যন্ত যা যা পরীক্ষা নিরীক্ষা হয়েছে সমস্ত রিপোর্টও খতিয়ে দেখা হবে। তাই তিনদিন বন্ধ থাকছে ওই রুটের মেট্রো পরিষেবা। যাত্রীদের অসুবিধার জন্য দুঃখপ্রকাশ করেছে মেট্রো কর্তৃপক্ষ।

যাত্রীদের নিরাপত্তার কথা ভেবে অত্যাধুনিকভাবে সাজছে শিয়ালদহ মেট্রো স্টেশন। যেহেতু ওই রুটে যাত্রীসংখ্যা অনেকটা বেশি, তাই যাত্রীচাপের কথা মাথায় রেখেই অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি হয়েছে শিয়ালদহ মেট্রো স্টেশন। ঝাঁ চকচকে এই স্টেশনে থাকছে একাধিক টিকিট কাউন্টার। যাত্রী সুরক্ষায় রয়েছে প্ল্যাটফর্ম স্ক্রিন ডোর। এখানে তৈরি হয়েছে ডাবল ডিসচার্জ প্ল্যাটফর্ম। যাতে যাত্রীরা মেট্রোর দু’দিকের দরজা দিয়েই ওঠানামা করতে পারবেন।

শিয়ালদহ মেট্রো স্টেশনের প্রস্তুতি প্রায় শেষ। সমস্ত দিক খতিয়ে দেখে ছাড়পত্র দিলেই চালু হয়ে যাবে শিয়ালদহ অবধি ইস্ট ওয়েস্ট মেট্রো পরিষেবা।

TwitterFacebookWhatsAppEmailShare

#East-West Metro

আরো দেখুন