মিশনারিজ অফ চ্যারিটির তৃতীয় সুপিরিয়র জেনারেল হলেন সিস্টার জোসেফ
মিশনারিজ অফ চ্যারিটির (Missionaries of Charity) সুপিরিয়র জেনারেল পদে এলেন সিস্টার জোসেফ (Sister Joseph)। শনিবার এই পদের জন্য নির্বাচিত হয়েছেন তিনি।
সিস্টার জোসেফের আগে মিশনারিজ অফ চ্যারিটির সুপিরিয়র জেনারেল ছিলেন সিস্টার প্রেমা। মাদার টেরেসার প্রতিষ্ঠিত এই সংগঠনটি ১৩ বছর ধরে চালিয়েছেন তিনি। মিশনারিজ অফ চ্যারিটির মুখপাত্র সুনিতা কুমার সংবাদমাধ্যমের কাছে নতুন সুপিরিয়র জেনারেলের কথা জানিয়েছেন।
এই মুহূর্তে মিশনারিজ অফ চ্যারিটির অ্যাসিস্ট্যান্ট জেনারেল সিস্টার ক্রিস্টি, দ্বিতীয় কাউন্সিলর সিস্টার সিসিল, তৃতীয় কাউন্সিলর সিস্টার মেরি জুয়ান এবং চতুর্থ কাউন্সিলর সিস্টার প্যাট্রিক।
সিস্টার জোসেফ এর আগে কেরলের মিশনারিজ অফ চ্যারিটির রিজিওনাল সুপিরিয়র ছিলেন। কলকাতাতেও আগে কাজ করেছেন। মাদার টেরেসার পর কলকাতার মিশনারিজ অফ চ্যারিটির তৃতীয় প্রধান হলেন তিনি। তাঁর পূর্বসূরীরা হলেন সিস্টার নির্মলা এবং সিস্টার প্রেমা।