আন্তর্জাতিক বিভাগে ফিরে যান

স্তালিনকে অনুসরণ? ইউরোপে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষের মতই ৯ মে ইউক্রেন অভিযান থামাবেন পুতিন?

March 25, 2022 | < 1 min read

আগামী ৯ মে ইউক্রেন অভিযানে ইতি টানতে পারেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেনে সেনার একটি সূত্র উদ্ধৃত করে শুক্রবার এই দাবি করেছে সে দেশের সংবাদপত্র ‘দ্য কিভ ইন্ডিপেন্ডেন্ট’।

প্রকাশিত খবরে দাবি, দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি জার্মানির চূড়ান্ত পরাজয়ের পর ১৯৪৫ সালের ওই তারিখেই সরকারি ভাবে সামরিক অভিযানে ইতি টেনেছিলেন অবিভক্ত সোভিয়েত ইউনিয়নের তৎকালীন প্রেসিডেন্ট জোশেফ স্তালিন। এখনও রাশিয়া জুড়ে ৯ মে উৎসব পালিত হয়। পুতিন এ বার তাই স্তালিনের পদাঙ্ক অনুসরণ করবেন।

এরই মধ্যে মস্কোর বিরুদ্ধে জোর করে অসামরিক ইউক্রেনীয়দের ধরে নিয়ে যাওয়ার অভিযোগ তুলেছে ভলোদিমির জেলেনস্কির সরকার। ইউক্রেন সরকারের আন্তর্জাতিক আইন বিষয়ক আধিকারিক ল্যুডমিলা ডেনিসোভা বলেছেন, ‘‘এখনও পর্যন্ত ৮৪ হাজার শিশু-সহ দু’লক্ষেরও বেশি ইউক্রেনীয় নাগরিককে ধরে নিজেদের ভূখণ্ডে নিয়ে গিয়েছে রুশ সেনা।’’ যদিও মস্কোর দাবি, ইউক্রেনের ওই নাগরিকেরা যুদ্ধ পরিস্থিতির কারণে স্বেচ্ছায় রাশিয়ায় আশ্রয় নিয়েছেন।

শুক্রবার, পুতিনের সেনা অভিযানের ৩০তন দিনে ইউক্রেন দাবি করেছে, এ পর্যন্ত প্রতিরোধের লড়াইয়ে ১৫ হাজারেরও বেশি রুশ সেনা নিহত হয়েছেন। তাঁদের অনেকেরই দেহ ফিরিয়ে নিয়ে যায়নি পুতিন বাহিনী। সেগুলি পড়ে রয়েছে রাস্তাঘাটে। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বৃহস্পতিবার আমেরিকার নেতৃত্বাধীন সামরিক জোট নেটো-র সভায় মস্কোর বিরুদ্ধে নিষিদ্ধ রাসায়নিক অস্ত্র ‘ফসফরাস বোমা’ ব্যবহারের অভিযোগ তুলেছেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#Russia Ukraine Conflict, #Vladimir Putin, #russia ukraine war

আরো দেখুন