রাজ্য বিভাগে ফিরে যান

রাজ্যের বানিজ্য সম্মেলনের আগে বাংলা সম্পর্কে ধারনা বদলে দ্রুত বিনিয়োগের আহ্বান দিল্লিতে

March 26, 2022 | < 1 min read

বাংলা সম্পর্কে ধারনা বদলান। আগের অস্বস্তিকর সময় আর নেই। এখনকার সরকার অত্যন্ত আত্মবিশ্বাসী। তৃতীয় দফায় ক্ষমতায় এসে এই সরকারের লক্ষ্যই হল শিল্পায়ন। রাজ্যে রয়েছে তার উপযুক্ত পরিবেশও। তাই দ্বিধা ছেড়ে পশ্চিমবঙ্গে বিনিয়োগ করুন। কোথায় পাবেন এমন প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষ শ্রমিক? শ্রমিক ধর্মঘট, লকআউট গত ১০ বছরে প্রায় শূন্যে এসে দাঁড়িয়েছে। কোথায় মিলবে জমি পাওয়ার সুবিধা? প্রয়োজনে কৃষি জমিকেও রূপান্তর করা যাবে শিল্পের কাজে। শীঘ্রই কাজ শুরু হয়ে যাবে তাজপুর গভীর সমুদ্র-বন্দরের। নয়াদিল্লির পাঁচতারা হোটেলে শুক্রবার এই মর্মেই পশ্চিমবঙ্গে বিনিয়োগের আহ্বান করল রাজ্য। আগামী ২০-২১ এপ্রিল কলকাতায় বসছে ‘বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট।’ ২০১৫ থেকে শুরু হওয়া বার্ষিক সম্মেলনে ১২ লক্ষ ৩২ হাজার ৫৭৮ কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব এসেছে বলে উল্লেখ করেছে রাজ্য। এবার তা আরও বাড়াতে চায়। সেই লক্ষ্যে ব্যবসায়ীদের উৎসাহী করতেই বিশেষ আয়োজন করেছিল পশ্চিমবঙ্গ শিল্প উন্নয়ন নিগম (ডব্লুবিআইডিসি)। সহযোগিতায় বণিকসভা সিআইআই। এবার এই সম্মেলনে ইতিমধ্যেই ১২ টি দেশ আসবে বলে আগ্রহ দেখিয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #jobs, #employment, #Industry, #investment

আরো দেখুন