দেশ বিভাগে ফিরে যান

ঋণের জ্বালে আটকে মোদীর রাজ্য! সতর্ক করল ক্যাগ

April 2, 2022 | < 1 min read

ক্রমশ ঋণের ফাঁদে আটক পড়ছে খোদ প্রধানমন্ত্রীর রাজ্যে। গুজরাট সরকারকে সতর্ক হল ক্যাগ(CAG)।

কতটা ঋণ? বৃহস্পতিবার বিধানসভায় জমা দেওয়া রিপোর্টে ক্যাগ জানিয়েছে, রাজ্যের ঘাড়ে রয়েছে ৩.০৮ লাখ কোটি টাকা ঋণ। এর ৬১ শতাংশ পরিশোধ করতে হবে আগামী ৭ বছরের মধ্যে। তাই রাজ্যের মাথায় এখন বড় বিপদ। এখানেই থেমে থাকেনি ক্য়াগ। বলা হয়েছে ঋণের ফাঁদে জড়িয়ে পড়ছে গুজরাট।

ক্যাগের তরফে সতর্ক করা হয়েছে আগামী ৭ বছরে রাজ্য সরকারকে যদি ওই ঋণের মধ্যে ১ লাখ ৮৭ হাজার কোটি টাকা শোধ করতে হয় তাহলে অনেক সতর্ক ভাবে পা ফেলতে হবে। একদিকে টাকা ফেরত দিতে হবে, অন্যদিকে বাড়াতে হবে আয়।

দেশের করোনা পরিস্থিতিতে গত বছর বিপুল আর্থিক ঘাটতি হয়েছে রাজ্য বাজেটে। প্রসঙ্গত, ২০২০-২১ অর্থবর্ষে গুজরাটে আর্থিক ঘাটতি হয়েছে ১০ হাজার ৯৯৭ কোটি টাকা। ক্যাগের দাবি, ঠিকঠাক হিসেব করলে ওই ঘাটতি গিয়ে দাঁড়াত ৩৩ হাজার কোটিরও বেশি। কারণ ওই সময়ে কর আদায় কম হয়েছে। উল্টে সরকারের খরচ হয়েছে বিপুল। তাই আাগামী ৭ বছর সাবধানে পা ফেলতে হবে গুজরাটকে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Narendra Modi, #gujarat, #CAG, #debt

আরো দেখুন