রাজ্য বিভাগে ফিরে যান

লক্ষ্য পর্যটন শিল্পের উন্নয়ন, ট্যুরিজম প্রোমোশন টাস্ক ফোর্স গঠন করল রাজ্য

April 15, 2022 | < 1 min read

পর্যটন শিল্পের উন্নয়নের জন্য ইতিমধ্যে একগুচ্ছ প্রকল্প নিয়েছে রাজ্য। এবার মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে মাথায় রেখে স্টেট ট্যুরিজম প্রোমোশন টাস্ক ফোর্স গঠন করল রাজ্য সরকার। এই নিয়ে বৃহস্পতিবার বিজ্ঞপ্তি জারি করেছে পর্যটন দপ্তর।

মোট ১২টি দপ্তরের সচিব রয়েছেন এই টাস্ক ফোর্সে। মুখ্যসচিবের নেতৃত্বাধীন উচ্চপর্যায়ের এই টাস্কফোর্সের মূল কাজ হবে রাজ্যজুড়ে পর্যটনের জন্য প্রয়োজনীয় পরিকাঠামো নির্মাণ নিশ্চিত করা। পর্যটনের উন্নয়নের জন্য বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয় রেখে কাজ করার ক্ষেত্রেও এই টাস্কফোর্স অগ্রণী ভূমিকা নেবে। পর্যটনের ক্ষেত্রে প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করাও এই টাস্কফোর্সের দায়িত্ব। প্রসঙ্গত, রাজ্য এই মুহূর্তে জোর দিচ্ছে সাংস্কৃতিক এবং হেরিটেজ ট্যুরিজমের উপর। যেসব জায়গায় সুযোগ রয়েছে সেখানে পরিকাঠামোর মান উন্নত করা হবে। সেই এলাকার সামগ্রিক অর্থনীতির উন্নতিও নিশ্চিত করা হবে পর্যটন শিল্পের মাধ্যমে। এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ করবে টাস্কফোর্স। এই টাস্কফোর্স রয়েছেন স্বরাষ্ট্র, বন, পরিবেশ, অর্থ, কারিগরি শিক্ষা, ক্ষুদ্র ও মাঝারি শিল্প, পূর্ত, পরিবহণ, ভূমি, তথ্য ও সংস্কৃতি এবং পর্যটন দপ্তরের সচিবরা। এতে দপ্তরগুলির মধ্যে সমন্বয় রেখে কাজ করা যাবে। দ্রুততার সঙ্গে শেষ করা যাবে পর্যটনের উন্নয়নে গৃহীত প্রকল্পগুলি।

TwitterFacebookWhatsAppEmailShare

#tourism promotion task force, #Bengal Tourism

আরো দেখুন