দেশ বিভাগে ফিরে যান

পোস্ট অফিসে এই পরিষেবার জন্য গুনতে হবে বাড়তি টাকা, জানেন কি?

April 16, 2022 | 2 min read

নয়া সিদ্ধান্ত ডাক বিভাগের। ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্কে অ্যাকাউন্ট খোলার জন্য এবার থেকে চার্জ দিতে হবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স) (Reuters)

নয়া সিদ্ধান্ত ডাক বিভাগের। ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্কে অ্যাকাউন্ট খোলার জন্য এবার থেকে চার্জ দিতে হবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স) (Reuters)

এতদিন পেমেন্টস ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলতে কোনও চার্জ দিতে হতো না। প্রতীকী ছবি : মিন্ট (MINT_PRINT)

এতদিন পেমেন্টস ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলতে কোনও চার্জ দিতে হতো না। প্রতীকী ছবি : মিন্ট (MINT_PRINT)

কত টাকা নেওয়া হবে? জানা গিয়েছে, এবার থেকে অ্যাকাউন্ট খুলতে ১৪৯ টাকা চার্জ হিসাবে নেওয়া হবে। প্রতীকী ছবি : রয়টার্স (reuters)

কত টাকা নেওয়া হবে? জানা গিয়েছে, এবার থেকে অ্যাকাউন্ট খুলতে ১৪৯ টাকা চার্জ হিসাবে নেওয়া হবে। প্রতীকী ছবি : রয়টার্স (reuters)

এই অ্যাকাউন্টগুলিকে ‘প্রি-প্রা‌ইসড প্রিমিয়াম অ্যাকাউন্ট’ বলা হচ্ছে। (প্রতীকী ছবি : রয়টার্স) (reuters)

এই অ্যাকাউন্টগুলিকে ‘প্রি-প্রা‌ইসড প্রিমিয়াম অ্যাকাউন্ট’ বলা হচ্ছে। (প্রতীকী ছবি : রয়টার্স) (reuters)

ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্কে ১ লক্ষ টাকা পর্যন্ত সুদের হার ২.২৫% । ১-২ লক্ষ টাকায় ২.৫% সুদ মিলবে।(প্রতীকী ছবি : রয়টার্স) (Reuters)

ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্কে ১ লক্ষ টাকা পর্যন্ত সুদের হার ২.২৫% । ১-২ লক্ষ টাকায় ২.৫% সুদ মিলবে।(প্রতীকী ছবি : রয়টার্স) (Reuters)

TwitterFacebookWhatsAppEmailShare

#India Post, #PaymentsBank

আরো দেখুন