কলকাতা বিভাগে ফিরে যান

বাংলার দুর্গাপুজোকে হেরিটেজে তকমা দিয়েছে ইউনেস্কো, কৃতজ্ঞতা জানাতে বিশেষ অনুষ্ঠান কলকাতা পুরসভার

April 17, 2022 | < 1 min read

কলকাতা তথা পশ্চিম বাংলার দুর্গাপুজোকে সংস্কৃতিক হেরিটেজের তকমা দিয়েছে ইউনেস্কো। এটা বাংলার কাছে গর্বের। তাই এবার ইউনেস্কোকে ধন্যবাদ জানাতে চলেছে কলকাতা পুরসভা। ২২ এপ্রিল, শুক্রবার টাউন হলে একটি সংবর্ধনা সভার আয়োজন করা হয়েছে। সেখানে ইউনেস্কোর তরফে উপস্থিত থাকবেন নতুন দিল্লি শাখার ডিরেক্টর এরিক ফল্ট। ইউনেস্কোকে কৃতজ্ঞতা জানিয়ে এরিকের হাতে সংবর্ধনা স্তবক তুলে দেবেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। সেই সঙ্গে একটি আলোচনা সভারও আয়োজন করা হয়েছে সেখানে। কলকাতার দুর্গাপুজো ইতিমধ্যেই হয়ে উঠেছে বিশ্বজনীন। সেই মঞ্চকে কাজে লাগিয়ে আন্তর্জাতিক মানচিত্রে পর্যটন প্রসারে উদ্যোগী হয়েছে রাজ্য। আগামী দিনে দুর্গাপুজোকে সামনে রেখে আর কী কী পদক্ষেপ নেওয়া যায়, এই শিল্পের আরও প্রসার কীভাবে ঘটানো সম্ভব, সেই সব নিয়ে আলোচনা হবে। ফোরাম ফর দুর্গোৎসবের কর্তাব্যক্তিরাও সেই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। কলকাতার বিভিন্ন পূজা কমিটিকেও আমন্ত্রণ জানানো হচ্ছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#KMC, #DurgaPujo, #Unesco

আরো দেখুন