রাজ্য বিভাগে ফিরে যান

বিনিয়োগকারীরা বাংলার পরিবারের সদস্য হবেন: শিল্প সম্মেলনে মমতা

April 20, 2022 | 7 min read

শুরু হয়ে গেল বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন ২০২২। একুশের বিধানসভা ভোটের পর থেকে রাজ্যে আরও শিল্প ও কর্মসংস্থান বৃদ্ধিতে তৎপর হয়েছে রাজ্য সরকার। প্রসঙ্গত, মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলেই রাজ্যে প্রথম শুরু হয় শিল্প সম্মেলন। ষষ্ঠতম এই সম্মেলনে ১৯টি দেশের ২০০ জনের মত প্রতিনিধি অংশগ্রহণ করেছেন। সম্মেলনের ‘পার্টনার’ হয়েছে ১৪টি দেশ।

নিউটাউনে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে আয়োজিত দু’দিনের এই সম্মেলনে বাংলাদেশ, ইংল্যান্ড, কেনিয়া, জাপান, চীন, ভুটান ছাড়াও যোগ দিয়েছেন অন্যান্য দেশের প্রতিনিধিরা। এই সম্মেলন চলবে আগামীকাল অর্থাৎ ২১ এপ্রিল পর্যন্ত।

বিদেশ ছাড়াও এই সম্মেলনে উপস্থিত আছেন দেশের প্রথমসারির শিল্পমহলের প্রতিনিধিরা। যোগ দিয়েছেন দেশের সমস্ত বড় বণিকসভার প্রতিনিধিরা। আজকের এই বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের সাফল্যের দিকে তাকিয়ে গোটা দেশ।

লাইভ আপডেট

২ঃ২১ঃ আমি মাননীয় রাজ্যপালকে অনুরোধ করব উনি যেন কেন্দ্রকে বলেন, আমরা তাদের সহযোগিতা চাই। কিন্তু দেখবেন, যেন কোনও এজেন্সিকে দিয়ে শিল্পপতিদের বিরক্ত না করা হয়: মমতা বন্দ্যোপাধ্যায়

২ঃ২০ঃ যদি আপনি রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে চান তাহলে সুন্দরবনে আসুন। সূর্যোদয় দেখতে হলে দার্জিলিঙে আসুন। সংস্কৃতি ঐতিহ্যের জন্মভূমি দেখতে হলে বাংলায় আসুন: মমতা বন্দ্যোপাধ্যায়

২ঃ১৯ঃ সকলকে নমস্কার জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় বাংলা: মমতা বন্দ্যোপাধ্যায় 

২:১৮: আমি ধন্যবাদ জানাই অমিত মিত্রকে। উনি আমাদের অর্থ-শিল্প মন্ত্রী ছিলেন। কিন্তু শারীরিক অসুস্থতার জন্য গত ২ বছর আমার সাথে দেখা হয়নি। কিন্তু আজ উনি এসেছেন: মমতা বন্দ্যোপাধ্যায় 

২ঃ১৭ঃ এখানে উপস্থিত সকল ‘ক্যাপ্টেন অফ ইন্ডাস্ট্রি’কে আমার ধন্যবাদ। তাদের জন্য আজকের এই সম্মেলন সফল হয়েছে: মমতা বন্দ্যোপাধ্যায় 

২:১৬: আমাদের রাজনৈতিক মতবিরোধ থাকতে পারে, কিন্তু আমরা জাতি, বর্ণ, ধর্মের নাম বিভাজন করি না। নানা রাজ্যের মানুষ এখানে একসাথে থাকেন, পরিবারের অংশের মত: মমতা বন্দ্যোপাধ্যায় 

২ঃ১৫ঃ সামাজিক ক্ষেত্রের জন্য যতটা পেরেছি করেছি। এবার আমার লক্ষ্য শিল্প। বাংলায় বেকারত্ব কমেছে ৪৬ শতাংশ। এটা সম্ভব হয়েছে আমাদের ক্ষুদ্র শিল্পে জোর দেওয়ার ফলে: মমতা বন্দ্যোপাধ্যায় 

২ঃ১৪ঃ আমরা গর্বিত দুর্গাপুজোকে ইউনেস্কো হেরিটেজ তকমা দিয়েছে। এই পুজোকে ঘিরে ৩৬০০০ কোটি টাকার ব্যবসা হয়: মমতা বন্দ্যোপাধ্যায় 

২:১৩: বাংলায় এখন আর লোডশেডিং হয় না, ২৪x৭ বিদ্যুৎ পাওয়া যায়: মমতা বন্দ্যোপাধ্যায় 

২ঃ১২ঃ বাংলাকে শিল্পে এক নাম্বার বানানোই আমাদের লক্ষ। আপনারা বিনিয়োগ করুন। আমরা সবসময় আপনাদের পাশে আছি। জমির সমস্যা হবেনা: মমতা বন্দ্যোপাধ্যায় 

২:১১: বাংলায় স্ট্যাম্প ডিউটি কমানো হয়েছে। এর ফলে রিয়েল এস্টেট ক্ষেত্র লাভবান হবে: মমতা বন্দ্যোপাধ্যায় 

২ঃ১০ঃ আমরা আইটি ডেটা সেন্টার নীতি, পর্যটন নীতি, বালি খাদান নীতি প্রণয়ন করেছি। রাজ্য নিজস্ব বস্ত্রশিল্প নীতি তৈরি করেছে: মমতা বন্দ্যোপাধ্যায়

২:০৯: ডানকুনি-কল্যাণী, ডানকুনি-রঘুনাথপুর এবং ডানকুনি-হলদিয়া শিল্প করিডোর তৈরী হচ্ছে। দিঘায় কেবল ল্যান্ডিং স্টেশন তৈরী হচ্ছে: মমতা বন্দ্যোপাধ্যায় 

২ঃ০৮ঃ আমরা বেঙ্গল সিলিকন ভ্যালি গড়ে তুলেছি। তথ্য প্রযুক্তির পাশাপাশি সহযোগী শিল্পও তৈরি হবে: মমতা বন্দ্যোপাধ্যায়

২ঃ০৬ঃ তাজপুরে তৈরি হচ্ছে একটি গভীর সমুদ্র বন্দর। অমৃতসর থেকে ডানকুনি পর্যন্ত তৈরি হচ্ছে ফ্রেইট করিডোর। জঙ্গলমহলে তৈরি হবে শিল্প সুন্দরি প্রকল্প: মমতা বন্দ্যোপাধ্যায়

২:০৫: বাংলা শুধু উত্তর পূর্ব ভারত নয়, বাংলাদেশ, ভুটান, নেপাল, এবং দক্ষিণ পূর্ব এশিয়ার প্রবেশদ্বার: মমতা বন্দ্যোপাধ্যায় 

২ঃ০৪ঃ আমরা ল্যান্ড ম্যাপ চালু করেছি। এখন সাত দিনের মধ্যে পোর্টালের মাধ্যমে জমির সম্পর্কে বিষদে জানতে পারবেন : মমতা বন্দ্যোপাধ্যায়

২:০৩: আমরা ১০০ দিনের কাজে এক নম্বরে, ক্ষুদ্র শিল্পে আমরা শীর্ষে, গ্রামীণ বাড়ি-রাস্তা নির্মাণে এক নম্বরে, দক্ষতা বিকাশে আমরা সেরা, ই-ট্রেন্ডিং-এও আমরা এক নম্বরে: মমতা বন্দ্যোপাধ্যায়

২:০২: আমি বিশ্বাস করি শিল্প এবং কৃষি দুই বোনের মত। দুই ক্ষেত্রই হাসুক, এটাই আমরা চাই: মমতা বন্দ্যোপাধ্যায় 

২ঃ০১ঃ আমরা সরকারী পরিষেবা মানুষের দুয়ারে পৌঁছে দিচ্ছি। প্রায় ৯ কোটি মানুষ এরফলে উপকৃত হচ্ছে : মমতা বন্দ্যোপাধ্যায় 

২:০০: আমরা বিভাজনে বিশ্বাস করিনা। এটাই আমাদের শক্তি। দেশের স্বাধীনতা আন্দোলনে বাংলার অবদান সবচেয়ে বেশি ছিল: মমতা বন্দ্যোপাধ্যায় 

১ঃ৫৯ঃ আমাদের রাজস্ব আদায় বেড়েছে চারগুণ। মূলধন ব্যয় বেড়েছে নয়গুণ, অতিমারির সময় আমাদের জিডিপি বৃদ্ধি পেয়েছে, যেখানে দেশের জিডিপি সঙ্কচিত হয়েছে: মমতা বন্দ্যোপাধ্যায়

১:৫৭: আমরা Ease of Doing Business এবং Ease of Governance -এ বিশ্বাস করি। আমাদের নীতি হল No Strike. আগে ৭৫ লক্ষ শ্রমদিবস নষ্ট হত। এখন শূণ্য: মমতা বন্দ্যোপাধ্যায়

১:৫৫: প্রায় ২ কোটি মহিলা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে টাকা পান। রাজ্যে স্বাস্থ্য সাথী কার্ড মহিলাদের নামেই দেওয়া হয়। এর ফলে ২.৫ কোটি মানুষ উপকৃত: মমতা বন্দ্যোপাধ্যায়

১ঃ৫৪ঃ আমরা মহিলাদের ক্ষমতায়নে দৃঢ়প্রতিজ্ঞ। একমাত্র আমাদের দলের ৩৮ শতাংশ নির্বাচিত মহিলা সাংসদ আছেঃ মমতা

১ঃ৫৩ঃ আমরা বিশ্বমানের পরিকাঠামো তৈরি করেছি। আমরা শিক্ষার ওপর জোর দিয়েছি। আমরা পিছিয়ে পড়া মানুষের সামাজিক সুরক্ষা নিশ্চিত করেছিঃ মমতা

১:৫২: বিগত পাঁচ সম্মেলনে ১২ লক্ষ কোটিরও বেশি বিনিয়োগের প্রস্তাব এসেছে। সেগুলি বাস্তবায়নের বিভিন্ন স্তরে রয়েছে: মমতা বন্দ্যোপাধ্যায় 

১.৫১: অতিমারির পর দেশে বাংলাই প্রথম এই বিনিয়োগ সম্মেলনের আয়োজন করেছেঃ মমতা

১:৪৭: বিভিন্ন দেশ থেকে আগত সকল শিল্পপতি, অতিথি এবং প্রতিনিধিদের আমি অভ্যর্থনা জানাই। সকলকে ধন্যবাদ এই সম্মেলনকে সাফল্যমন্ডিত করে তোলার জন্য: মমতা বন্দ্যোপাধ্যায় 

১:৪৬: বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে বক্তব্য রাখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 

১:৪৫: বাংলায় ১০০০ কোটি বিনিয়োগ করবে আদানি গ্রুপ। এর ফলে ২৫,০০০ প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থান হবে।

১:৪২: পরিকাঠামো উন্নয়নে আমাদের দক্ষতাকে কাজে লাগিয়ে বাংলার উন্নয়নে আমরা সামিল হতে চাই: আদানি  

১:৪০: মহিয়সী নারীদের ঐতিহ্যকে এগিয়ে নিয়ে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কন্যাশ্রী প্রকল্প ঐতিহাসি সাফল্য পেয়েছে: আদানি

১:৩৯: ভারতের কোনো রাজ্যে বাংলার মত এতো মহিলা স্বাধীনতা সংগ্রামীর জন্ম দেয়নি। ইতিহাসে এমন দৃষ্টান্ত নেই: আদানি 

১:৩৮: ভারতকে দিশা দেখিয়েছে বাংলা। এই ভূমিতে জন্মেছেন বহু দিকপাল: আদানি 

১:৩৭: অনুপ্রেরণার জন্য আমি বাংলার দিকেই তাকাই: আদানি

১:৩২: বাণিজ্য সম্মেলনে বক্তব্য রাখছেন গৌতম আদানি 

১:৩২: পশ্চিমবঙ্গের খুব কাছেই ভুটান। আমাদের ৯০ শতাংশ ব্যবসা ভারতের সাথেই। এর মধ্যে ৬০ শতাংশ বাংলার সাথে, বললেন ভুটানের প্রতিনিধি 

১:২৯: বাণিজ্য সম্মেলনে এখন বক্তব্য রাখছেন ভুটানের প্রতিনিধি 

১:২৮: মমতা বন্দ্যোপাধ্যায়কে নির্বাচিত করে মানুষ ভুল করেনি। বাংলা আরও এগিয়ে যাবে। আমি নিশ্চিত বাঙালিরা এগোবেই: টিপু মুন্সী

১:২৬: অগ্রসর চিন্তা যেমন এপারের বাঙালির, ওপারের বাংলাদেশও তার অংশীদার। কারণ ‘What Bengal Thinks Today’ যখন বলা হয়েছিল, তখন বাংলা এক ছিল: টিপু মুন্সী

১:২৫: বাংলাদেশের বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সী বক্তব্য রাখছেন বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চে

১:২৪: এক দশক আগে আমি বাংলায় বিনিয়োগ করার ব্যাপারে দ্বিধাগ্রস্ত ছিলাম। কিন্তু আজ আমি প্রসন্ন: নিরঞ্জন হীরানন্দানি 

১:২৩: বাংলার ৫ জেলায় আমরা পাইপবাহিত গ্যাস পৌঁছে দেওয়ার জন্য কাজ করছি: নিরঞ্জন হীরানন্দানি

১:২২: বাংলায় আমরা শীঘ্রই একটি ডাটা সেন্টার তৈরি করব। এর জন্য ১৫০০ কোটি টাকা বিনিয়োগ হবে: নিরঞ্জন হীরানন্দানি

১:২১: অতিমারির সময় যখন বিশ্বজুড়ে ব্যবসা ধাক্কা খেয়েছিল, বাংলার অর্থনীতি ৭ শতাংশ, এটা চমকপ্রদ: নিরঞ্জন হীরানন্দানি 

১:২০: মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে কলকাতার ব্যাপক বদল হয়েছে। সিটি অফ জয় আজ সিটি অফ বিজনেস: নিরঞ্জন হীরানন্দানি

১:১৯: বাণিজ্য সম্মেলনে বক্তব্য রাখছেন নিরঞ্জন হীরানন্দানি 

১:১৬: বাংলায় পর্যটনের বিপুল সম্ভাবনা রয়েছে। আমাদের দুই হোটেল আইটিসি সোনার বাংলা আর আইটিসি রয়াল বেঙ্গল বাংলার প্রতি আমরা উৎস্বর্গ করেছি: সঞ্জীব পুরী

১:১৪: গত কয়েক বছরে বাংলায় আমাদের বিনিয়োগ ত্বরান্বিত হয়েছে। সেটা সম্ভব হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কারণেই: সঞ্জীব পুরী

১:১৩: এক শতাব্দী ধরে আমাদের ব্যবসার পীঠস্থান কলকাতা। আমরা গর্বিত: সঞ্জীব পুরী

১:১২: বিগত কয়েক বছরে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ব্যাপক প্রগতি করেছে বাংলা: সঞ্জীব পুরী

১:০৯: বাণিজ্য সম্মেলনে বক্তব্য রাখছেন আইটিসির চেয়ারম্যান সঞ্জীব পুরী  

১:০৮: খড়গপুরে আমাদের বর্তমান ইউনিটের সম্প্রসারণ হচ্ছে ৬০০ কোটি টাকা ব্যয়ে: টিভি নরেন্দ্রন

১:০৬: পশ্চিমবঙ্গ সরকারের সাথে একযোগে কাজ করছে সিআইআই। রাজ্য সরকারের সাথে কাজ করার অভিজ্ঞতা আমাদের মধুর, বললেন টিভি নরেন্দ্রন

১:০২: সিআইআই-এর সভাপতি, তথা টাটা স্টিলের ম্যানেজিং ডিরেক্টর টিভি নরেন্দ্রন বক্তব্য রাখছেন বাণিজ্য সম্মেলনে 

১:০২: শিল্পের পাশাপাশি রাজ্যের সামাজিক প্রকল্পগুলি মানুষের জীবনধারণের মান-এ অনেক উন্নতি আনতে সক্ষম হয়েছে: সঞ্জীব মেহতা

১:০০: প্রগতির পথে বলিষ্ঠভাবে এগিয়ে চলেছে বাংলা। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলা গৌরবের সাথে বিকাশের পথে অগ্রসর। অতিমারির সময়ে রাজ্যের অর্থনীতিকে সচল রাখার জন্য অভিনন্দন: সঞ্জীব মেহতা  

১:০২: শিল্পের পাশাপাশি রাজ্যের সামাজিক প্রকল্পগুলি মানুষের জীবনধারণের মানে অনেক উন্নতি আনতে সক্ষম হয়েছে: সঞ্জীব মেহতা  

১২:৫৮: বাণিজ্য সম্মেলনে বক্তব্য রাখছেন ফিকির সভাপতি তথা হিন্দুস্তান ইউনিলিভারের সিইও সঞ্জীব মেহতা 

১২:৫৬: সামাজিক খাতে বাংলার অভূতপূর্ব কাজ নিশ্চিত করেছে অর্থনৈতিক বিকাশের সুফল সমাজের সব মানুষ পাবেন, বললেন রিশাদ প্রেমজি 

১২:৫৫: রাজ্যে আইটি ক্ষেত্রের বিকাশের জন্য রাজ্য সরকারকে আমি অভিনন্দন জানাই: রিশাদ প্রেমজি

১২:৫৪: বাংলার সাথে আমাদের সম্পর্ক উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে: রিশাদ প্রেমজি

১২:৫৩: বাণিজ্য সম্মেলনে বক্তব্য রাখছেন উইপ্রোর এক্সিকিউটিভ চেয়ারম্যান রিশাদ প্রেমজি 

১২:৫২: ১০-১২ বছর আগেও বার্ষিক ৭০-৮০ লক্ষ শ্রম দিবস নষ্ট হত নানা সমস্যার কারণে। গত কয়েক বছরে সংখ্যাটা শূন্য, বললেন সঞ্জীব গোয়েঙ্কা 

১২:৫১: এই সরকার প্রগতিতে বিশ্বাস করে। এগিয়ে যেতে চায়। পরিসংখ্যান তাই বলছে: সঞ্জীব গোয়েঙ্কা 

১২:৫০: গত কয়েক বছরে আমি রাজ্যের পরিকাঠামো উন্নয়নে ২২,০০০ কোটি টাকা বিনিয়োগ করেছি। কলকাতা বাস করার পক্ষে এক আদর্শ জায়গা, ব্যবসা করার পক্ষে সেরা গন্তব্য, বললেন সঞ্জীব গোয়েঙ্কা

১২:৪৯: এক দশক আগে এক হতাশা গ্রাস করেছিল বাংলাকে। এই রাজ্য থেকে ব্যবসা গুটিয়ে নিয়ে যাওয়ার কথা ভাবছিলেন অনেকেই। তারপরেই রাজ্যে ক্ষমতায় এলেন মমতা বন্দ্যোপাধ্যায়, বললেন সঞ্জীব গোয়েঙ্কা 

১২:৪৭: বাণিজ্য সম্মেলনে বক্তব্য রাখছেন সঞ্জীব গোয়েঙ্কা 

১২: ৪৬ জগৎ সভায় আবার শ্রেষ্ঠ আসন লবে বাংলা, বললেন জিন্দাল

১২:৪৫: বিশ্বের সর্ববৃহৎ মন্দির তৈরি হচ্ছে মায়াপুরে। সেখানে ৭০০ একর জমি দিয়েছে রাজ্য সরকার, বললেন জিন্দাল

১২:৪৪: শালবনীতে আমাদের স্টিল প্লান্ট আগামীদিনে আরও বড় হবে।  আমরা এই রাজ্যে কোনও শ্রমিক সমস্যা বা শ্রমদিবস নষ্টের সম্মুখীন হইনি: জিন্দাল 

১২ :৩৯: সময়ের সাথে নীতি বদলে বাজারের প্রতিযোগিতায় এগিয়ে রয়েছে বাংলা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে: সজ্জন জিন্দাল

১২:৩৮: প্রাচীন সময় থেকেই ভারত-কে সোনার পাখি বলা হত। বাংলা এই দেশের সবচেয়ে উন্নত ও ধনী প্রদেশ ছিল, বললেন সজ্জন জিন্দাল

১২: ৩৭: বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনের মঞ্চে বক্তব্য রাখছেন জে এস ডাব্লু গ্ৰুপ চেয়ারম্যান সজ্জন জিন্দাল

১২:৩৫: বাণিজ্য সম্মেলনের মঞ্চ থেকে ৫ লক্ষ মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে গেল লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা 

১২:৩০: বানিজ্য সম্মেলনের মঞ্চে বিশ্বের দরবারে তুলে ধরা হল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। মহিলাদের ক্ষমতায়ন করেছে এই প্রকল্প, বললেন মুখ্যমন্ত্রী।

১২:২৭ : উওরবঙ্গে পর্যটনের প্রচুর সম্ভাবনা রয়েছে। আমি আশা করব বিনিয়োগকারীরা সেখানেও লগ্নির কথা ভাববেন: ধনখড় 

১২:২০: অতিমারির পর এই বিরাট সম্মেলনের আয়োজন করার জন্য আমি মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই, বললেন রাজ্যপাল

১২:১৭: বাংলা সুযোগের ভূমি। নিজের আগের স্থান ফিরে পেতে পারে বাংলা। আমি আশা করব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই উদ্দেশ্যে সবাইকে সাথে নিয়ে কাজ করবেন: ধনখড়

১২:১৬: বাংলা তথা পূর্ব ভারতের বিনিয়োগের প্রচুর সম্ভাবনা রয়েছে। আশা করি পূর্বের সাথে পশ্চিম ভারতের বৈষম্য শীঘ্রই ঘুছবে বললেন, ধনখড়

১২:১৫: উন্নতির ধারাকে তরান্বিত করাই আমার উদ্দেশ্য, বাণিজ্য সম্মেলনের মঞ্চে বললেন জগদীপ ধনখড়

১২:১৪: কথায় বলে, আজ বাংলা যা ভাবে, সারা ভারত আগামিকাল তাইভাবে, বললেন রাজ্যপাল

১২:১৩: রাজ্যের সাংবিধানিক প্রধান হিসেবে কলকাতায় আপনাদের স্বাগত জানাই। সারা বিশ্বে সংস্কৃতির পীঠস্থান হিসেবে বিখ্যাত এই শহর। কলকাতার দুর্গাপুজো গতবছর ইউনেস্কো হেরিটেজ তকমা পেয়েছে।

১২:১২: বাণিজ্য সম্মেলনের মঞ্চে বক্তব্য রাখছেন মাননীয় রাজ্যপাল

১২:০৯: আজকের অনুষ্ঠানের সঞ্চালনা দায়িত্বে ড: অমিত মিত্র। মাননীয় অতিথিদের উপস্থিতিতে আমরা গর্বিত

১২:০৭: বিজিবিএস-এর মঞ্চে এক ঝাঁক শিল্পপতি। রয়েছেন গৌতম আদানিও। মঞ্চে উপস্থিত রাজ্যের অর্থ উপদেষ্টা ড: অমিত মিত্র, আছেন মাননীয় রাজ্যপাল

১২:০৭: শুরু হয়ে গেল বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন। ১৯ দেশের ২৫০ প্রতিনিধি হাজির এই সম্মেলনে 

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #Mamata Banerjee, #Bengal Global Business Summit 2022, #BGBS 2022

আরো দেখুন