কলকাতা বিভাগে ফিরে যান

তিন বছরের মধ্যে ভোল পাল্টে যাবে শিয়ালদা স্টেশনের, কী কী পরিকল্পনা রেলের?

April 22, 2022 | < 1 min read

আর ৯ বগি নয়, শিয়ালদহের সব প্লাটফর্ম থেকে যাতে ১২ বগির ট্রেন ছাড়তে পারে, সেজন্য বিশেষ পরিকল্পনা নিল রেল। আগামী ৩ বছরের মধ্যে সেই কাজ শেষ করা হয়ে যাবে বলে রেল সূত্রে খবর। এর ফলে যাত্রী স্বাচ্ছন্দ্য যেমন বাড়বে, তেমনি ভিড় সামাল দেওয়াও সম্ভব হবে।

পূর্ব রেল সূত্রে খবর, চারটি প্লাটফর্মের দৈর্ঘ্য বাড়ানো হবে। প্লাটফর্মগুলি লম্বায় ভিতরের দিকে বাড়ানো হবে। প্লাটফর্মগুলি বাড়ানোর ফলে শিয়ালদহ স্টেশনে ঢোকার মূল ফটকগুলিও বিদ্যাপতি সেতু অর্থাৎ শিয়ালদহ ফ্লাইওভারের দিকে এগিয়ে আসবে। মোট ১২ কোটি টাকা খরচ করে এই চারটি প্লাটফর্মের দৈর্ঘ্য বাড়ানো হবে। এর ফলে শিয়ালদহ থেকে সব ১২ বগির লোকাল ট্রেন ছাড়তে পারবে। ভিতরের দিকে লম্বায় এই বৃদ্ধির ফলে যেখানে এখন টিকিট কাউন্টার রয়েছে, সেখানে আর থাকবে না। শুধু প্লাটফর্মের দৈর্ঘ্য বদল করা নয়, শিয়ালদহ স্টেশনের পাশেই নতুন ভবন তৈরি হবে। এখন যেটা ডিআরএমের অফিস রয়েছে, সেটি পুরনো হয়ে যাওয়ায় নতুন ভবন করা হচ্ছে। সব প্লাটফর্ম থেকে ১২ বগির ট্রেন ছাড়া শুরু হলে বেশি সংখ্যক যাত্রী নিয়ে ট্রেনগুলি শিয়ালদহ স্টেশন ছাড়তে পারবে।

এই প্রসঙ্গে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী জানান, ‘‌প্লাটফর্মগুলির দৈর্ঘ্য বাড়ানোর পরিকল্পনা অনেকদিন ধরেই ছিল। সেই মতোই মাপজোক করা শুরু হয়েছে। ইতিমধ্যে অর্থ বরাদ্দ হয়ে গিয়েছে।’‌ একইসঙ্গে নতুন ভবন তৈরি প্রসঙ্গে বলতে গিয়ে একলব্যবাবু জানান, ‘‌বর্তমান ভবনটি যেহেতু পুরনো, তাই তার পরিবর্তে নতুন ভবন তৈরির কাজ শুরু হবে। ২০২৫ সালের মধ্যে নতুন ভবনটি তৈরি হয়ে যাবে। পুরনো ভবনটিকে ভাঙা হবে না। সংরক্ষণ করা হবে।’‌

TwitterFacebookWhatsAppEmailShare

#Indian Railway, #sealdah

আরো দেখুন