গরমের দাপটে রাজ্যের দুই বিদ্যুৎ সংস্থার কাছে চাহিদা ছাপিয়ে গেলো সব রেকর্ড
রাজ্যে গরমের দাপট। বেশিরভাগ জেলাতেই তাপমাত্রা ৪০ ডিগ্রির উপরে। ফলে, গরম পড়তেই বেড়েছে বিদ্যুতের চাহিদা। বর্তমানে রাজ্যের বিদ্যুৎ চাহিদা বিগত বছরের তুলনায় অনেকটাই বেড়ে গিয়েছে। রাজ্য বিদ্যুৎ বন্টন সংস্থার (WBSEDCL) অধীনে থাকা এলাকায় বিদ্যুতের চাহিদা বেড়ে দাঁড়িয়েছে প্রায় সাড়ে ৭ হাজার মেগাওয়াট। অন্যদিকে সিইএসসি (CESC) এলাকায় সেই চাহিদা প্রায় আড়াই হাজার মেগাওয়াট।
দুটি বিদ্যুৎ সংস্থার বর্তমান যে চাহিদা, তা অতীতের সব রেকর্ড ছাপিয়ে গিয়েছে। রাজ্য বিদ্যুৎ বন্টন সংস্থার হিসাব অনুযায়ী, চলতি সপ্তাহের প্রথম তিন দিন বিদ্যুতের চাহিদা ১০ হাজার মেগাওয়াট ছাড়িয়ে গিয়েছে। ফলে, বিভিন্ন এলাকায় দেখা গিয়েছে লোডশেডিং। ইতিমধ্যেই গোটা একটা দিন বিদ্যুৎহীন কাটিয়েছেন রামপুরহাটের ১৫ নম্বর ওয়ার্ডের মানুষেরা। এছাড়াও রাজ্যের বিভিন্ন জেলায় লোডশেডিংয়ের খবর মিলেছে।
যদিও বিদ্যুতের বিপুল চাহিদা থাকা সত্ত্বেও তা জোগান দিয়ে যাচ্ছে রাজ্যের বন্টন সংস্থাগুলি। এমনকি এই রেকর্ড পরিমাণ বিদ্যুতের চাহিদা মেটাতে তাপবিদ্যুৎ কেন্দ্রগুলির উৎপাদন অব্যাহত রাখা হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ দপ্তরের আধিকারিকরা।