দেশ বিভাগে ফিরে যান

স্বরাষ্ট্র দপ্তর বিষয়ক স্ট্যান্ডিং কমিটির সভাপতি নিযুক্ত হলেন বাংলা থেকে নির্বাচিত এই সাংসদ

April 29, 2022 | < 1 min read

সংসদে স্বরাষ্ট্র দপ্তর বিষয়ক স্ট্যান্ডিং কমিটির সভাপতি নিযুক্ত হলেন অভিষেক মনু সিঙ্গভি। কংগ্রেসের সাংসদ হলেও তিনি জাতীয় কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের সমর্থনেই পশ্চিমবঙ্গ থেকে সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছিলেন।

২০১৮ সালে তৃতীয় বারের জন্য সংসদে নির্বাচিত হন ডঃ সিঙ্গভি। সেবার পশ্চিমবঙ্গ থেকে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেন। জাতীয় কংগ্রেসের পাশাপাশি তিনি তৃণমূল কংগ্রেসের সমর্থন পেয়েই রাজ্যসভায় নির্বচিত হন। তাই পশ্চিমবংগে রাজনৈতিক মহল তাঁর এই গুরুত্বপূর্ণ পদে নিযুক্তহয় হওয়াকে কুর্ণিশ জানিয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Congress, #tmc, #Home Ministry, #Standing committee, #Dr AM Singhvi, #India

আরো দেখুন