রাজ্য বিভাগে ফিরে যান

সুকান্ত-শুভেন্দুর নীচে স্থান পেলেন মোদী, রাজ্য বিজেপির ব্যানারে চরম অস্বস্তিতে গেরুয়া শিবির

May 1, 2022 | 2 min read

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর থেকেও কি বিজেপিতে বেশি ক্ষমতাবান সুকান্ত মজুমদার-শুভেন্দু অধিকারী? বঙ্গ বিজেপির তৈরি করা একটি প্রচার কর্মসূচির পোস্টার ঘিরে সেই প্রশ্নই উঠেছে। আগামী ৪ মে রাজ্য সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পরদিন অর্থাৎ ৫ মে তাঁর উত্তরবঙ্গে দলীয় কর্মসূচিতে অংশগ্রহণ করার কথা। সূচি অনুযায়ী বেলা তিনটেয় শিলিগুড়ি রেলওয়ে ইনস্টিটিউট ময়দানে ‘বিজয় সংকল্প সমাবেশে’ ভাষণ দেবেন অমিত শাহ। সেই কর্মসূচির প্রচারে বঙ্গ বিজেপির তৈরি করা ব্যানার-পোস্টারের ছবি শনিবার সামনে আসতেই তৈরি হয়েছে বিতর্ক। দেখা যাচ্ছে, পোস্টার একেবারে উপরের দিকে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও তাঁর পাশে বিরোধী দলনেতার ছবি জ্বলজ্বল করছে। বাংলার এই জোড়া পদ্ম নেতার অনেক নীচে স্থান পেয়েছেন স্বয়ং প্রধানমন্ত্রী। দলীয় রীতি অনুযায়ী গোটা দেশে বিজেপির এই ধরনের প্রচার অভিযানে মোদির ছবি সবার উপরে থাকে। তারপর দলের সর্বভারতীয় সভাপতির ছবি রাখাটাই দস্তুর। তবে কি ধারে-ভারে বাংলার এই দুই বিজেপি নেতা দেশের তাবড় কেন্দ্রীয় নেতৃত্বের থেকেও এগিয়ে?

এ প্রসঙ্গে সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ বলেন, আমি ওই পোস্টার দেখিনি। তবে সাধারণত প্রধানমন্ত্রীর ছবি ব্যানার-পোস্টারের সবার উপরে থাকে। কারা এই এসব বানিয়েছে কিংবা কে তার অনুমোদন দিয়েছে, তা বলতে পারব না। স্বরাষ্ট্র মন্ত্রীর উত্তরবঙ্গের প্রস্তাবিত রাজনৈতিক কর্মসূচির এই ‘সূচনা’ এদিন সোশ্যাল মিডিয়ার পোস্ট করেন বিজেপি নেতা সৌরভ শিকদার। যা নিয়েই বঙ্গ নেতাদের মধ্যে চরম প্রতিক্রিয়া শুরু হয়। বিষয়টি রাজ্য সভাপতি সহ শীর্ষ নেতৃত্বের কানে পৌঁছয়। জানা গিয়েছে, পার্টি থেকে এই পোস্টার প্রত্যাহারের সিদ্ধান্ত হয়েছে। এ প্রসঙ্গে সন্ধ্যায় সৌরভবাবুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, এটা নিশ্চিতভাবে ভুল হয়েছে। রাজ্য বিজেপির এক সাধারণ সম্পাদক এদিন সকালে এই ‘সূচনা’ পোস্ট করেছিলেন। আমি সেটাই কপি করে নিজের ফেসবুকে দিয়েছিলাম। সম্পর্কে প্রয়াত তপন শিকদারের ভাইপো সৌরভের স্বীকারোক্তি, পার্টি ও প্রশাসনে প্রধানমন্ত্রীর উপরে কেউ নেই। বিজেপির পোস্টার-ব্যানারে উপরে একমাত্র মোদীজি থাকেন এবং থাকবেন। ভুলবশত এই পোস্টারে প্রধানমন্ত্রীর উপরে দুই বঙ্গ নেতাকে রাখা হয়েছিল। বিষয়টি জানার পরই ফেসবুক থেকে সেই পোস্ট মুছে দিয়েছেন  বলেও জানান সৌরভ। প্রসঙ্গত, এতদিন পর্যন্ত বঙ্গ বিজেপির যাবতীয় রাজনৈতিক প্রচারে স্থান পেতেন প্রধানমন্ত্রী, সর্বভারতীয় সভাপতি এবং রাজ্য সভাপতি। গত বিধানসভা ভোটে রাজ্যের প্রধান বিরোধী দল হিসেবে প্রথমবারের জন্য আত্মপ্রকাশ করে গেরুয়া পার্টি। তারপর থেকে বিরোধী দলনেতার ছবি ব্যানারে স্থান পেতে শুরু করে। কিন্তু তা নিয়েও পার্টির অন্দরে জোর বিতর্ক রয়েছে। নেতাদের একাংশের দাবি, ভারতে রাজ্য নেতা হিসেবে কেবলমাত্র প্রদেশ সভাপতির ছবি থাকে। প্রশ্ন উঠেছে, বাংলায় কেন তার ব্যতিক্রম হবে?

TwitterFacebookWhatsAppEmailShare

#Narendra Modi, #Amit shah, #BJP West Bengal, #Suvendu Adhikary, #Sukanta Majumdar, #Banner

আরো দেখুন