রাজ্য বিভাগে ফিরে যান

কোন ব্লাড ব্যাঙ্কে কত রক্ত মজুত জানতে পারবেন এক ক্লিকেই

May 6, 2022 | 2 min read

রক্ত সরবরাহ ব্যবস্থায় আরও স্বচ্ছতা আনতে এবার থেকে অনলাইন মাধ্যমে নজরদারি করবে স্বাস্থ্য দপ্তর।

নতুন এই ব্যবস্থার মাধ্যমে কোন ব্লাড ব্যাঙ্কে কত রক্ত মজুত, কতগুলি শিবির করা হল, কোন হাসপাতাল থেকে কতগুলি রিক্যুইজিশন পাঠানো হল, রক্ত ছাড়াও রক্তের আর কী কী উপাদান বা কম্পোনেন্ট নেওয়ার আবেদন জমা পড়ল— সমস্ত কিছু এবার থেকে মাউসের এক ক্লিকেই নজর রাখতে পারবে স্বাস্থ্য দপ্তর। তার জন্য ওয়েব বেসড ব্লাড ব্যাঙ্ক ম্যানেজমেন্ট সিস্টেম চালু করেছে স্টেট ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিল (‌এসবিটিসি)‌। রিয়েল টাইম বা বাস্তব সময় অনুযায়ী কোন গ্রুপের রক্ত কোথায় কতটা মজুত তা জানা যাবে প্রস্তাবিত এই সিস্টেমের দ্বারা। তাতে সাধারণ মানুষের উপকার হবে। রোগীর পরিজনদের হন্যে হয়ে এদিক–‌ ওদিক ঘুরে বেড়াতে হবে না। অসাধু চক্রের কবলে পড়ে অনেক সময় রোগীর পরিজন বেসরকারি ব্লাড ব্যাঙ্ক থেকে চড়া দামে রক্ত কিনতে বাধ্য হন।

শুধু রক্তই নয়, শ্বেত রক্তকণিকা, প্লাজমা, সিরাম–‌সহ রক্তের যাবতীয় উপাদান কোথায় কত তা জানা যাবে এই পদ্ধতিতে। রোগীর পরিজনদের অনেক সুবিধা হবে। সূত্রের খবর, ইতিমধ্যেই এই পরিষেবার পাইলট প্রোজেক্টের কাজ ভালভাবে সফল হয়েছে কলকাতার সেন্ট্রাল ব্লাড ব্যাঙ্ক অর্থাৎ ইনস্টিটিউট অফ ব্লাড ট্রান্সফিউশন মেডিসিন অ্যান্ড ইমিউনো হেমাটোলজি (‌আইবিটিএম অ্যান্ড আইএইচ)‌ এবং কলকাতা ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে। যে কারণে এবার সব সরকারি ব্লাড ব্যাঙ্কে অনলাইন পদ্ধতি ধাপে ধাপে চালু করার উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য দপ্তর। ব্লাড ব্যাঙ্ক কর্তৃপক্ষের যেমন সুবিধা হবে তেমনই স্বাস্থ্য কর্তাদের কাছেও পরিষেবা আরও স্বচ্ছ হবে বলে মনে করছেন এসবিটিসির আধিকারিকরা। আপাতত ১৪টি ব্লাড ব্যাঙ্কের কর্মীদের প্রশিক্ষণ পর্ব শেষ হয়েছে। সেখানে নতুন এই পদ্ধতি মেনে কাজ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। পরে অন্যান্য ব্লাড ব্যাঙ্কে চালু হবে। এই ১৪টি ব্লাড ব্যাঙ্ক হল—রানাঘাট মহকুমা, সল্টলেক মহকুমা ও খড়্গপুর মহকুমা হাসপাতাল। আইবিটিএম অ্যান্ড আইএইচ ও ন্যাশনাল মেডিক্যাল কলেজ যেখানে ইতিমধ্যেই প্রকল্পের কাজ চলছে। চন্দননগর, খাতড়া, বোলপুর, কার্শিয়াং, লালবাগ, কন্টাই মহকুমা হাসপাতাল, এমআর বাঙুর জেলা হাসপাতাল, মেটিয়াবুরুজ সুপার স্পেশ্যালিটি হাসপাতাল এবং নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতাল।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #online, #blood, #blood bank

আরো দেখুন