দেশ বিভাগে ফিরে যান

দেশের ১৫ শতাংশ বেতনভুক কর্মীদের আয় ৫০০০ টাকার কম, বলছে কেন্দ্রের রিপোর্ট

May 21, 2022 | < 1 min read

বেতনভুক কর্মী, ছবি সৌঃ PTI

স্বয়ং প্রধানমন্ত্রীর আর্থিক উপদেষ্টা কাউন্সিলের রিপোর্টে ভারতে বেতন বৈষম্যের করুণ চিত্র আরও একবার প্রকাশ্যে এল। ভারতে বেতনভুক ১৫ শতাংশ মানুষের মাসিক উপার্জন ৫ হাজার টাকারও কম, বলছে এই রিপোর্ট।

এই রিপোর্ট জানাচ্ছে বেতনের নিরিখে শীর্ষ এক শতাংশে থাকা মানুষের হাতে যায় জাতীয় উপার্জনের ৫ থেকে ৭ শতাংশ। যাদের গড় মাসিক উপার্জন ২৫ হাজার টাকা, তারা রয়েছেন শীর্ষ ১০ শতাংশ বেতনভুক কর্মীর তালিকায়।

এই রিপোর্ট এও বলছে যে উপার্জন বাড়ছে একেবারে উপরের দিকে থাকা এক শতাংশ মানুষের। আর বেতনের নিরিখে শেষ ১০ শতাংশে থাকা কর্মীদের আয় কমছে।

দারিদ্র্য, কর্মসংস্থান ও বেতন বৈষম্যের ক্ষেত্রে প্রভূত উন্নতির প্রয়োজন রয়েছে, বলছে বুধবার প্রকাশ হওয়া এই রিপোর্ট।

TwitterFacebookWhatsAppEmailShare

#India, #employees

আরো দেখুন