খেলা বিভাগে ফিরে যান

এশিয়া কাপ হকির প্রথম ম্যাচে এগিয়ে থেকেও পাকিস্তানের সঙ্গে ড্র করল ভারত

May 23, 2022 | 2 min read

ছবি সৌজন্যে: The Hockey India Twitter

জাকার্তায় সোমবার শুরু হল এশিয়া কাপ হকি। প্রথম ম্যাচে পাকিস্তানের সঙ্গে ১-১ করল ভারত। চিরশত্রুকে বাগে পেয়েও হারাতে না পেরে হতাশ হল ভারতীয় হকিপ্রেমীরা।

এশিয়া কাপে গোলের দিকে এগিয়ে চলেছে ভারত

ম্যাচ শেষ হওয়ার এক মিনিট আগে পর্যন্ত পাকিস্তানের বিরুদ্ধে এগিয়ে ছিল ভারত। দেশের হয়ে প্রথম খেলতে নামা কার্তি সেলভম প্রথম কোয়ার্টারের নয় মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে ভারতকে এগিয়ে দেন ।

বল দখলের লড়াইয়ে ভারত ও পাকিস্তান

ঠিক যে সময় মনে হচ্ছিল ভারত ম্যাচটা জিতেই গেছে, তখনই ৫৯ মিনিটে পেনাল্টি কর্নার থেকে পাকিস্তানের আব্দুল রানা গোল করে সমতা ফেরান এবং একই সঙ্গে ভারতও দর্শকদের মন ভেঙে দেন।

রুদ্ধশ্বাস লড়াই ভারত ও পাকিস্তানের

পুল এ-তে ভারতের অন্যান্য প্রতিপক্ষরা হল জাপান ও ইন্দোনেশিয়া।

এশিয়া কাপে হাড্ডাহাড্ডি লড়াই ভারত বনাম পাকিস্তানের

প্রসঙ্গত ২০১৭ সালে, যেবার শেষ এশিয়া কাপ খেলা হয়েছিল, সেবার চ্যাম্পিয়ন হয়েছিল ভারত, ফাইনালে হারিয়েছিল মালয়েশিয়াকে।

TwitterFacebookWhatsAppEmailShare

#India, #pakistan, #Hockey, #Asia Cup Hockey 2022

আরো দেখুন