দেশ বিভাগে ফিরে যান

করোনাকালে প্রতি ৩০ ঘন্টায় ধনকুবের হয়েছেন ১ জন, দারিদ্র গ্রাস করেছে ১০ লক্ষ মানুষকে

May 24, 2022 | 2 min read

ভারতে বিপুল সংখ্যক মানুষ দারিদ্রের নিকষ আঁধারে নিমজ্জিত হয়েছেন, ছবি সৌঃ Reuters

ঘনিয়ে এল অশনি সংকেত, করোনো পরবর্তী সময় বিপদের কথা শোনালো অক্সফ্যাম রিপোর্ট। প্রতি ৩০ ঘণ্টায় ধনকুবের হয়েছেন একজন। আর উল্টো দিকে প্রতি ৩৩ ঘণ্টায় ১০ লক্ষ মানুষ চরম দারিদ্রের কবলে পড়েছেন। ওয়ার্ল্ড ইকনমিক ফোরামের মঞ্চে এমনই রিপোর্ট পেশ করল ‘অক্সফ্যাম ইন্টারন্যাশনাল’। যা ঘিরে ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য।

সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকনমিক ফোরামের আসর বসেছিল। করোনা অতিমারির পর এই প্রথম সশরীরে উপস্থিত ছিলেন ধনকুবেরা। করোনা ভাইরাস কীভাবে বিশ্বব্যাপী অর্থনীতির চরিত্র বদলে দিয়েছে, সেই নিয়েই আন্তর্জাতিক মঞ্চে রিপোর্ট পেশ করে অক্সফ্যাম। সেই রিপোর্টেই ধরা পড়েছে আকাশ-পাতাল ফারাক। রিপোর্টটির নাম ‘প্রফিটিং ফ্রম পেইন’। 

করোনা আবহে রুজি-রুটির সমস্যায় সাধারণ মানুষ যখন সঙ্কটে, ঠিক সেই মুহূর্তে ফুলে ফেঁপে উঠেছেন খাদ্য ও এনার্জি সেক্টরের সঙ্গে যুক্ত শিল্পপতিরা। ধনকুবের হয়েছেন ব্যবসায়ীরা। নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পেয়েছে। যা বিগত কয়েকদশকের দ্রুততম। ওই সময়ে প্রতি দুদিনে ধনকুবেরদের সম্পত্তি বেড়েছে ১০০ কোটি ডলার।

অক্সফ্যাম ইন্টারন্যাশনালের এগজিকিউটিভ ডিরেক্টর গ্যাব্রিয়েলা বুচারের কথায়, সম্পদ এহেন বিপুল পরিমাণ বৃদ্ধির আনন্দ উদযাপন করতেই দাভোসে হাজির হয়েছিলেন ধনকুবেররা। করোনার কারণে খাদ্য ও শক্তিক্ষেত্রে মূল্যবৃদ্ধিতে ব্যবসায়ীদের আখেরে লাভই হয়েছে। অন্যদিকে, দারিদ্র দূরীকরণের কিছুই হয়নি। উল্টে তা এখন ঋণাত্মকে চলছে। কোটি কোটি সাধারণ মানুষের জীবন বিপন্ন হয়ে উঠেছে।

অক্সফ্যাম রিপোর্টে বলা হয়েছে, করোনাকালে ধনকুবের হয়েছেন ৫৭৩ জন। অর্থাৎ, প্রতি ৩০ ঘণ্টায় একজন করে। অন্যদিকে দারিদ্রের কবলে পড়েছেন ২৬ কোটি ৩০ লক্ষ মানুষ। অর্থাৎ, প্রতি ৩০ ঘণ্টায় প্রায় ১০ লক্ষ করে মানুষ দারিদ্রের শিকার হয়েছেন। অক্সফ্যামের রিপোর্টে বলা হয়েছে, গত ২৩ বছরের তুলনায় করোনাকালের প্রথম ২৪ মাসে ধনকুবরেদের সম্পত্তি বেড়েছে।

বর্তমানে পৃথিবীর ক্ষমতাকর ধনকুবেরদের মোট সম্পত্তি বিশ্বের জিডিপির প্রায় ১৩.৯ শতাংশ। বিপি, শেল, টোটাল এনার্জিস, এক্সন এবং শেভরনের মতো বিশ্বের পাঁচ বৃহত্তম এনার্জি সংস্থা প্রতি সেকেন্ডে ২ হাজার ৬০০ ডলার লাভ করেছে। খাদ্যক্ষেত্রে ধনকুবেরের সংখ্যা বেড়ে হয়েছে ৬২ জন। অর্থাৎ অতিমারির ফায়দা তুলে একদল মানুষ ধনী থেকে আরও ধনী হয়েছেন আর বিপুল সংখ্যক মানুষ দারিদ্রের নিকষ আঁধারে নিমজ্জিত হয়েছেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#India, #covid19, #Poverty

আরো দেখুন