রাজ্য বিভাগে ফিরে যান

সৌজন্যের রাজনীতি মমতার, রাজ্যের বরাদ্দ জমিতে তৈরী হবে জ্যোতি বসু মেমোরিয়াল

May 24, 2022 | < 1 min read

প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর স্মরণে মেমোরিয়াল তৈরী করার জন্য রাজ্য সরকারের কাছে জমি চেয়েছিল সিপিআই(এম)। রাজারহাটে ৫ একর জমি সিপিআই(এম)-এর জন্য অনুমোদন করে অনুরোধ রক্ষা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখানে তৈরি হবে ‘জ্যোতি বসু সেন্টার ফর সোশ্যাল স্টাডিজ অ্যান্ড রিসার্চ’। রাজ্য সরকারের অনুমোদনের পর জমিটি হাতে পেয়েছে একটি ট্রাস্ট, যার সচিব রবীন দেব এবং যাতে আছেন বিমান বসু-সহ অনেক বড় বড় নেতাই।

২০২১-এ বিধানসভায় কার্যত শূন্য হয়ে যায় এ রাজ্যের বাম দলগুলি। তারপর সেই হারের গ্লানি ভুলতেই নাকি সমাজমাধ্যম এবং টেলিভিশনের পর্দায় নানারকম উস্কানিমূলক মন্তব্য করে চলেছেন যাচ্ছে বাম দলের নেতারা, এরকমই ভাবছেন অনেক। শাসক দল ও তাদের নেত্রীকে উদ্দেশ্য করে কদর্য ব্যক্তিগত আক্রমণ চলেছে প্রতিদিন।

সেই সব আক্রমণকে তুচ্ছ করে সিপিআই(এম)-এর আবেদনকে গ্রাহ্য করেন মমতা, যাতে অনেক বাম নেতাই নাকি আশ্চর্য হয়েছেন বলে জানা গেছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #Mamata Banerjee, #Jyoti Basu, #jyoti basu memorial

আরো দেখুন