রাজ্য বিভাগে ফিরে যান

‘শুভেন্দু জননেতা নন’ কেন এমন বললেন দিলীপ ঘোষ?

May 25, 2022 | < 1 min read

দিলীপ ঘোষ ও শুভেন্দু অধিকারী, ছবি সৌঃ PTI

বিজেপির অন্দরের টানাপোড়েনের কথা কারও অজানা নয়। তা সে সুকান্ত মজুমদারের সাথে শুভেন্দু অধিকারীর মতানৈক্য হোক, কিংবা দিলীপ ঘোষের সাথে রাজ্যের বিরোধী নেতার আদায় কাঁচকলার সম্পর্ক হোক। এই ফাটলের চিত্র আবার প্রকাশ্যে এল দিলীপ ঘোষের বিস্ফোরক মন্তব্যে। খড়্গপুরের সাংসদ বলেন, শুভেন্দু জননেতা নন, তিনি শুধু নিজের জেলা অর্থাৎ মেদিনীপুরের নেতা।

মঙ্গলবার দিল্লিতে নিজের বাসভবনে সাংবাদিক সম্মেলন করেন দিলীপ ঘোষ। সেখানে তিনি বঙ্গ বিজেপির নেতৃত্বকে একের পর এক নিশানা করেন। এইরকমই এক আক্রমণের মুখে পড়তে হয় বিরোধী দলনেতা শুভেন্দুকে। দিলীপ বলেন, “শুভেন্দু কোনও জননেতা নন, শুধু মেদিনীপুরের নেতা।” দিলীপের মন্তব্যে আবার বিজেপি শিবিরের অন্দরের বেহাল দশা প্রকট হল।

২০২১ এর নির্বাচনের আগে শুভেন্দু অধিকারী যখন বিজেপিতে যোগ দেন, তখন থেকেই তাঁকে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিপক্ষ হিসেবেই তুলে ধরা হয়। দলেরই একাংশ তাঁকে ‘জননেতা’ বলে তুলে ধরার চেষ্টা করেন। কিন্তু, আদি নেতাদের একাংশের প্রশ্ন, শুভেন্দু যদি জননেতাই হবেন, তাহলে দলের এই জীর্ণদশা কেন? স্বভাবতই, দিলীপও এই ভাবনাকেই সমর্থন করছেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#bjp, #suvendu adhikari, #dilip ghosh

আরো দেখুন