দেশ বিভাগে ফিরে যান

এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড-এর সুদের হার কমালো মোদী সরকার, অথৈ জলে প্রবীণ নাগরিকেরা

June 3, 2022 | < 1 min read

ছবি সৌজন্যে: zee news

সাধারণ মানুষের মাথায় হাত। এবার ‘এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড’-এর (ইপিএফও) সুদের হার কমাতে চলেছে মোদী সরকার। সুদের হার ৮.৫ শতাংশ থেকে কমে ৮.১ শতাংশ কোনো চলেছে কেন্দ্রীর বিজেপি সরকার। ইপিএফও-র সুদের হার এবার গত চার দশকে সর্বনিম্ন মাত্রায় পৌঁছল।

গত মার্চ মাসে ট্রাস্টি বোর্ড বৈঠকে ২০২১-২২-এর জন্য পিএফের সুদের হার নিয়ে আলোচনা হয় ,সেখানেই সুদের হার কমিয়ে ৮.১ শতাংশ করার প্রস্তাব মঞ্জুর হয়েছিল।এবার সেই প্রস্তাবকেই সিলমোহর দিল কেন্দ্রের অর্থ মন্ত্রক। তাএর পরেই এই সিদ্ধান্তের বিজ্ঞপ্তি জারি করেছে শ্রম মন্ত্রক।

প্রবীন নাগরিক, থেকে সাধারণ মানুষেরা অনেকেই এই সুদের উপর নির্ভর করে বেঁচে থাকেন। এই মূল্যবৃদ্ধির এই বাজারে সুদের হার কমায় তারা পড়বেন অথৈ জলে।

TwitterFacebookWhatsAppEmailShare

#senior citizens, #EPFO, #modi govt, #interest rate

আরো দেখুন