খেলা বিভাগে ফিরে যান

নজির গড়েও সোনা অধরা সোনার ছেলে নীরজের

June 15, 2022 | < 1 min read

টোকিও অলিম্পিকে ইতিহাস গড়েছিলেন নীরজ চোপড়া। অলিম্পিকের অ্যাথলেটিক্স বিভাগ দেশের জন্য নিয়ে এসেছিলেন সোনা। অলিম্পিক থেকে ফিরে এই প্রথম কোন টুর্নামেন্টে জ্যাভলিন হাতে নামলেন নীরজ। সেখানে অদ্যাবধি জীবনের সেরা থ্রোটি করে ফেললেন নীরজ। নতুন নজির গড়লেন ভারতের সোনার ছেলে।

এদিনের প্রথম থ্রোয়ে তাঁর জ্যাভলিন ৮৬.৯২ মিটার দূরত্বে পৌঁছয়। তারপরের থ্রোতেই সৃষ্টি হয় ইতিহাস। অলিম্পিকের যে থ্রো তাঁকে সোনা জিতিয়েছিল, সেই থ্রোকেও হার মানিয়েছেন তিনি। নিজেই নিজের রেকর্ড ভেঙে তিনি দূরত্বের নিরিখে টোকিওর থ্রোকে আরও কয়েক কদম পিছনে ফেলে দিয়েছেন। তৈরি হল নতুন জাতীয় রেকর্ড। এর আগে কোন ভারতীয়ের জ্যাভলিনই এতদূর পৌঁছয়নি।​

ফিনল্যান্ডে পাভো নুরমি গেমসের আসরে নেমেছিলেন নীরজ চোপড়া। সেখানেই দ্বিতীয় থ্রোতে নীরজের জ্যাভলিন ৮৯.৩ মিটার দূরত্ব পেরিয়েছিল। টোকিও অলিম্পিকে তাঁর থ্রো ৮৭.৫৮ মিটার দূরত্ব অতিক্রম করেছিল। যদিও ফিনল্যান্ডে জীবনের সেরা থ্রো করার পারেও সোনা থেকে গেল নীরজের। এ যাত্রায় দেশের জন্য রুপো নিয়েই ফিরছেন তিনি।

TwitterFacebookWhatsAppEmailShare

#Tokyo Olympics, #Neeraj Chopra, #javelin throw, #Paavo Nurmi Games 2022

আরো দেখুন