রাজ্য বিভাগে ফিরে যান

রাজ্যপালকে বিলে স্বাক্ষর না করার আর্জির জের, বিজেপি বিধায়কদের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব বিধানসভায়

June 22, 2022 | < 1 min read

মঙ্গলবার বিধানসভায় ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স অ্যামেন্ডমেন্ট বিল, ২০২২ পাশ হওয়ার পরই রাজ্যপালের দ্বারস্থ হয়েছিলেন বিজেপি বিধায়করা। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি বিধায়করা রাজ্যপালকে বিলে স্বাক্ষর না করার আরজি জানিয়ে বলেন, ‘বিল পাশ করবেন না। আটকে রাখুন’।

বিজেপি বিধায়কদের এই আচরণের বিরুদ্ধে বুধবার নিন্দা প্রস্তাব পাশ হল বিধানসভায়। পরিষদীয় মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের বিধায়ক পার্থ চট্টোপাধ্যায় বলেন, ‘‘বিরোধী দলের সদস্যরা রাজভবনে বিভিন্ন ধরনের মন্তব্য করছেন। বিধানসভায় বিল সংক্রান্ত ভোটাভুটিতে অংশ নিয়েছে, ভোটে হেরে গিয়েছে।’’

তিনি আরও বলেন, ‘‘তারা বিল আটকে রাখতে বলছে। তারা আইনসভা বিধানসভার গরিমাকে নষ্ট করছেন। এই সভা এর তীব্র নিন্দা করছে।’’ বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘রাজ্যপালের কাছে গিয়ে বলছেন এই বিল পাশ করবেন না। এটা বিধানসভার মর্যাদা নষ্ট করছে। আপনাদের রাজ্যপালকে গিয়ে বলা, বিলে অনুমোদন দেবেন না, এটাও ঠিক নয়।’’

এরপরই নিন্দাপ্রস্তাব পাশ হয় বিধানসভায়।

TwitterFacebookWhatsAppEmailShare

#bjp, #tmc, #West Bengal Assembly, #MLA

আরো দেখুন