কলকাতা বিভাগে ফিরে যান

কোভিড কাঁটা কাটিয়ে হিট কলকাতার আম উৎসব, দেখুন ভিডিও

June 24, 2022 | < 1 min read

নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে চলছে আম উৎসব। বৃহস্পতিবার, ২৩ জুন, থেকে থেকে শুরু হয়েছে এই উৎসব। চলবে শনিবার ২৫ জুন অবধি। পশ্চিমবঙ্গ উদ্যানপালন ও খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তর এবং আইসিসি-র যৌথ উদ্যোগে এই উৎসবে বসেছে রাজ্যের বিভিন্ন জেলার আমের পসরা।

মুর্শিদাবাদ, মালদা ছাড়াও এখানে পাওয়া যাচ্ছে নদিয়া, হুগলি, বর্ধমান, হাওড়া , দুই চব্বিশ পরগনায় ফলানো আম। পাওয়া যাচ্ছে আম-জাত নানারকম পণ্য, যেমন আমসত্ত্ব, আমসি ইত্যাদি। তবে এবার মেলায় হিট মুর্শিদাবাদের কোহিতুর আম, যা নাকি নবাব সিরাজদৌল্লার প্রিয় ছিল। প্রতি পিস্ ৩০০ টাকা দামে এই আম বিক্রি হচ্ছে।

বিভিন্ন জেলার নানা আমের সম্ভার ঘুরে দেখল দৃষ্টিভঙ্গি:

TwitterFacebookWhatsAppEmailShare

#Kolkata, #Mango Festival

আরো দেখুন