দেশ বিভাগে ফিরে যান

আস্থাভোটের আগে শিন্দেকে দল থেকে বহিষ্কার করলেন উদ্ধব

July 2, 2022 | < 1 min read

মুম্বইয়ে রাজনৈতিক নাটক চলছেই। এবার দলবিরোধী কাজের জেরে শিবসেনার সমস্ত পদ থেকে একনাথ শিন্দেকে বহিষ্কার করলেন দলের প্রধান উদ্ধব ঠাকরে। মঙ্গলবার মহারাষ্ট্র বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দিতে হবে শিন্দেকে। বিধানসভায় আস্থা ভোটের আগেই এই বহিষ্কার ঘিরে রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে। শিন্দে ঘনিষ্ঠ বিধায়কদের অবশ্য বলছেন শিবসেনায় উদ্ধব নিজেই এখন সংখ্যালঘু। এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার অধিকার তাঁর নেই। সেই যুক্তিকে নস্যাৎ করেছে উদ্ধব শিবির।

আজই শিবসেনার নিজের শিবিরের বিধায়কদের নিয়ে গোয়া থেকে মুম্বই ফিরছেন শিন্দে। জানা যাচ্ছে আরও ১৪ জন বিধায়ক শিন্দে শিবিরে যোগ দিতে পারেন। সেই আবহেই মহারাষ্ট্রের নতুন মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে উদ্ধব লিখেছেন, ‘সম্প্রতি আপনাকে দল বিরোধী কার্যকলাপে লিপ্ত হতে দেখা গিয়েছে। শিবসেনার সদস্যপদও ছেড়ে দিয়েছেন আপনি। দলবিরোধী কাজের জন্যেই আপনাকে শিবসেনার সমস্ত পদ থেকে বহিষ্কার করা হল।’

TwitterFacebookWhatsAppEmailShare

#Uddhav Thackeray, #Shiv Sena, #eknath shinde, #maharastra

আরো দেখুন